দক্ষিণ ২৪ পরগনা: প্রকাশ্যে ইটভাটায় কুপিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তিকে। নিহতের নাম শুকুর আলি ঢালি (৪২)। রবিবার ঘটনাটি ঘটেছে কুলতুলির (Kultali Murder) কুন্দোখালি গোদাবার টেংরাবিছি এলাকায়।
শুকুর আলির বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অসামাজিক কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। রবিবার দুপুরে এলাকারই একটি ইটভাটায় তাঁর ওপর চড়াও হন বেশ কয়েকজন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: ‘ঝাঁকের পাখি সুযোগ পেলে ফিরে আসবে’, রাজীবের ডুমুরজলার সভার পর বললেন পার্থ
রক্তাক্ত অবস্থায় ইটভাটাতেই পড়ে থাক শুকুর আলি। পরে যতক্ষণে স্থানীয়দের নজরে আসে, তাঁরা তাঁকে উদ্ধার করে জামতলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে খুন তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতা থেকেই এই ঘটনা ঘটেছে।