ভরা বাজারে শুটআউট, যুবককে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 29, 2021 | 8:13 AM

Canning: রাতে বাজার করে বাড়ি ফিরছিলেন বাদল। পথে ফাঁকা রাস্তায় পথ আটকায় ১০-১২ জন।

ভরা বাজারে শুটআউট, যুবককে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ
নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: বাজার থেকে বাড়ি ফেরার পথে ভরা বাজারে গুলিবিদ্ধ এক যুবক। আহত যুবকের নাম বাদল নস্কর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে। গুরুতর আহত অবস্থায় বাদল নস্কর নামে আহত ওই যুবক কলকাতা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, রাতে বাজার করে বাড়ি ফিরছিলেন বাদল। পথে ফাঁকা রাস্তায় পথ আটকায় ১০-১২ জন। অভিযোগ, বাদলকে কে লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাথাড়ি গুলি ও বোমা ছুড়তে থাকে তারা। গুলিবিদ্ধ হন বাদল নস্কর। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা।

খবর যায় পরিবারেও। ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়l পরে সেখান থেকে তাঁকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আর এই হামলার ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে অভিযোগ আনা হয়েছে স্থানীয় দুষ্কৃতী রফিকুল সর্দার ও তাঁর দলবলের বিরুদ্ধে। এর আগেও দু’বার আক্রমণ হয়েছিল বাদল নস্করের ওপরl রাতেই খবর পেয়ে এলাকায় যায় ক্যানিং থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। আরও পড়ুন: ‘চামচাগিরি করেই জীবন কেটে গেল’, সৌগত রায়কে কটাক্ষ দিলীপের

Next Article