South 24 Parganas: বিঘার পর বিঘা জমি কাঁটাতার দিয়ে ঘেরার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা
South 24 Parganas: ভাঙড়ের কে এল সি থানার তাড়দহ অঞ্চলের তাড়দহ কাপাসাইট মৌজায় 'পুটি বাবুর' ঘেরি বলে পরিচিত প্রায় তিনশো বিঘা এলাকায় শতাধিক চাষি চাষাবাদ করেন দীর্ঘদিন ধরে।এদের মধ্যে কারো নিজস্ব জমি, তো আবার কারও পাট্টার জমি।

দক্ষিণ ২৪ পরগনা: বিঘার পর বিঘা জমি জবরদস্তি কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই জমি ফিরে পেতে থানায় নালিশ জানালেন প্রায় শতাধিক কৃষক। ভাঙড়ের তাড়দহ অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে দলবল নিয়ে এসে তাড়দহ কাপাসাইট মৌজার জে এল নাম্বার ৩৮ এ প্রায় তিনশো বিঘা জমি হঠাৎ ঘিরে দেন বলে অভিযোগ। সেই খবর পেয়ে তড়িঘড়ি চাষিরা মাঠে গিয়ে কাঁটাতার তুলে ফেলে দিয়ে পুলিশের দ্বারস্থ হন। কলকাতা পুলিশের কেএলসি থানায় জমি দখলের অভিযোগ জমা দিতে আসেন।
ভাঙড়ের কে এল সি থানার তাড়দহ অঞ্চলের তাড়দহ কাপাসাইট মৌজায় ‘পুটি বাবুর’ ঘেরি বলে পরিচিত প্রায় তিনশো বিঘা এলাকায় শতাধিক চাষি চাষাবাদ করেন দীর্ঘদিন ধরে।এদের মধ্যে কারো নিজস্ব জমি, তো আবার কারও পাট্টার জমি। অভিযোগ, সেই জমি একটি কোম্পানি জোরপূর্বক কাঁটাতার দিয়ে ঘিরে নিচ্ছেন। চাষিদের বক্তব্য, স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর মদতে বাইরের কোম্পানি জোরপূর্বক জমি দখল করে নিচ্ছে।
উল্লেখ্য, কলকাতা লেদার কম্পলেক্স থানা এলাকার এই তাড়দহ কাপাসাইট মৌজা পূর্ব কলকাতার জলাভূমি তথা আন্তর্জাতিক রামসারসাইটের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি সরকারি জমি তথা ১ নাম্বার খতিয়ান এর জমি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী বলেন, “২০১৬ সালে জমি কেনাবেচা হয়েছে। তখন আমার কোন দায়িত্ব ছিল না। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি এসবের মধ্যে থাকি না।” তৃণমূল নেতৃত্বও এই নিয়ে মুখ খুলতে চাইনি।

