South 24 Parganas: তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 06, 2025 | 10:57 AM

South 24 Parganas: ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন দলের বুথ সভাপতিও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুলপি থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। তবে দলের অন্দরের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছেন পঞ্চায়েত সদস্য সাহারুল পাইক।

South 24 Parganas: তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: ভোররাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা  দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার দক্ষিণ গাজিপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনার পর থেকে আতঙ্কিত ছামনাবুনি গ্রামের পঞ্চায়েত সদস্য সাহারুল পাইক ও তাঁর পরিবারের সদস্যরা।

ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন দলের বুথ সভাপতিও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুলপি থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। তবে দলের অন্দরের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছেন পঞ্চায়েত সদস্য সাহারুল পাইক।

আরেক পঞ্চায়েত সদস্যের বক্তব্য, ” আমাদের এখানকার সদস্য, তাঁর বাড়ির বাথরুমের দেওয়ালে বোমাবাজি হয়। যে সময়ে নমাজ পড়তে ওঠে, তখনই উঠেছিল। ঘুম থেকে ওঠার পর কখন বাথরুমে যায়, সেটাও জানত ওরা। সব আগে থেকেই রেইকি করে রাখা ছিল। আমাদের আরেক মেম্বারকে তো কিছুদিন আগেই কুপিয়ে খুন করা হয়েছে।”  প্রসঙ্গত,  গত ৮ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ দৌলতপুর গ্রামের দলের পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারকে কুপিয়ে খুন করা হয়েছিল। নমাজ পড়তে যাওয়ার পথেই ফাঁকা রাস্তায় অন্ধকারের মধ্যে ঘিরে ধরে অতর্কিতে নুরুদ্দিনকে কুপিয়ে খুন করা হয়েছিল।

Next Article