দক্ষিণ ২৪ পরগনা: দু’দিন আগেই রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেয়েছিলেন সুন্দরবনের পর্যটকরা। সাঁতরে পার হয়ে জঙ্গলে ঢুকে পড়েছিল সে। এবার তার আগমনের আশঙ্কা কুলতলিতে। কুলতলি লোকালয়ে বাঘের পায়ের ছাপ। তটস্থ এলাকাবাসী।
সাত সকালে বাঘের পায়ের ছাপ দেখাকে ঘিরে লোকালয়ে আবারও আতঙ্কিত গ্রামবাসীরা। সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা মেলে কুলতলি ব্লকের অন্তর্গত মইপীঠ-বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লি এলাকায়।
মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিলেন, তখন তাঁদের নজরে আসে যে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের বেশ পায়ের বেশ কয়েকটি ছাপ রয়েছে। মুহূর্তের মধ্য লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মইপীঠ উপকূল থানার পুলিশ ও বনদফতরের নলগোড়া বিটের বনকর্মীরা।
এছাড়া গ্রামবাসীদের নিয়ে সেখানে পৌঁছে যান স্থানীয় মইপীঠ- বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্কর দাস।বাঘটির অবস্থান জানতে পায়ের ছাপ অনুসন্ধান করছেন বনকর্মীরা।
এদিকে আবার পুরুলিয়াতেও ফের বাঘের আতঙ্ক। ঝাড়খণ্ডের পূর্ব প্রান্তে ইতিমধ্যেই বেশ কয়েকটি গবাদি পশুকে স্বীকার করেছে বাঘটি। পুরুলিয়া ঘেঁষা চাণ্ডিল শহরের জঙ্গলেই ওই বাঘটি অবস্থান করছে বলে অনুমান বন কর্মীদের। ঝাড়খণ্ডের প্রায় ১২ টি গ্রামে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে বনদফতর। ঘটনায় উদ্বিগ্ন পুরুলিয়ার বন দফতরও। বাগমুন্ডি, বলরামপুর অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।