ফুটফুটে দুই শিশুকে বিড়ির ছ্যাঁকা, চোখে আঙুল ঢুকিয়ে অত্যাচার, গ্রেফতার সৎ বাবা

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 22, 2024 | 11:48 PM

Canning: ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার কোটরাখালি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল দাস। তার নামে বাসন্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী সুজাতা দাস। মহিলার অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাহুল অত্যাচার করত সুজাতা ও তাঁর দুই সন্তানের উপর।

ফুটফুটে দুই শিশুকে বিড়ির ছ্যাঁকা, চোখে আঙুল ঢুকিয়ে অত্যাচার, গ্রেফতার সৎ বাবা
অভিযুক্ত রাহুল দাস, সৎ বাবা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ক্যানিং: দু’জনই দুধের শিশু। তারাও পেল না রেহাই। সৎ বাবার অত্যাচারে অত্যাচারিত তারা। অভিযোগ, ওই দুই শিশুকে বেধড়ক মারধরের পাশাপাশি তাদের মুখে বিড়ির ছ্যাঁকা দিত বাবা। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত।ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার কোটরাখালি গ্রামে।

অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল দাস। তার নামে বাসন্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী সুজাতা দাস। মহিলার অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাহুল অত্যাচার করত সুজাতা ও তাঁর দুই সন্তানের উপর। কখনও মারধর। কখনও বা শিশুদের চোখে মুখে জ্বলন্ত বিড়ির ছ্যাকা দিত। দীর্ঘদিন ধরে এই অত্যাচার আর সহ্য করতে না পেরে শেষ থানায় হাজির হন সুজাতা।

সুজাতা দাস বলেন, “বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। আমি কেন কিছু বলিনি। সেই রাগ পুষে রেখেছিল। তারপর রাতেরবেলা যখন ঘুমোচ্ছিলাম, সেই সময় তিনজনকে খুব মেরেছে। মেয়েকে বিড়ির ছ্যাকা দিয়েছে। সৎ বাবা বলেই অত্যাচার। চোখে আঙুল ঢুকিয়ে দিয়েছে। এখন যদি আমার বাচ্চাগুলো অন্ধ হয়ে যায় তাহলে কী করব বলুন তো?” অভিযুক্ত যুবকের বাবা রতন দাস বলেন, “আমার ছেলে অন্যায় করেছে। ও শাস্তি পাক।”

Next Article