Sundarbans Cyclone Alert: আবারও দুর্যোগের ভ্রূকুটি, দুর্বল বাঁধের চিকিৎসায় তৎপর প্রশাসন

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 03, 2022 | 2:31 PM

Sundarbans Cyclone Alert: ইয়াসের প্রভাব ও তারপর থেকে জোয়ারের ঢেউয়ের ধাক্কায় দুর্বল হয়ে পড়েছে বাঁধটি। দ্রুত কংক্রিট বাঁধের দাবি করেছে এই এলাকার শতাধিক পরিবার।

Sundarbans Cyclone Alert: আবারও দুর্যোগের ভ্রূকুটি, দুর্বল বাঁধের চিকিৎসায় তৎপর প্রশাসন
সুন্দরবনে দুর্বল বাঁধের মেরামতি

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: আবারও সুন্দরবনের ওপর দুর্যোগের ভ্রূকুটি। হাওয়া অফিসের আগাম পূর্বাভাস, আগামী সপ্তাহের তিন দিনের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। দুর্যোগ মোকাবিলায় জেলা থেকে ব্লক প্রশাসন পর্যন্ত শুরু হয়েছে বিপর্যয় মোকাবিলা বৈঠক। সুন্দরবনের বেহাল ও দুর্বল বাঁধগুলির মেরামতে জোর দেওয়া হয়েছে। কিন্তু পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের কে-‌প্লটের ঠাকুরান নদীর প্রায় ১০০ মিটারের বেশি বেহাল বাঁধ নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা। আমফানের পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বাঁধটি। পরে মেরামতও করা হয়। কিন্তু ইয়াসের প্রভাব ও তারপর থেকে জোয়ারের ঢেউয়ের ধাক্কায় দুর্বল হয়ে পড়েছে বাঁধটি। দ্রুত কংক্রিট বাঁধের দাবি করেছে এই এলাকার শতাধিক পরিবার।

বারেবারে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে নোনা জলে প্লাবিত হয়েছে চাষের জমি, মাছের পুকুর। নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত পুরো এলাকা। আবারও দুর্যোগের পূর্বাভাস। দুর্বল বাঁধ মেরামত না হলে প্লাবিত হয়ে যাবে গোটা এলাকা। স্থানীয় পঞ্চায়েত প্রধান দুঃখীশ্যাম শিট বেহাল বাঁধের কথা স্বীকার করে নিয়েছেন। তিনিও চাইছেন, সেচদফতর দ্রুত এই বাঁধ মেরামতিতে হাত দিক।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছিল উপকূলবর্তী এলাকা ও কলকাতায়। আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। জলীয় বাষ্প ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তাতেই অস্বস্তি চরমে পৌঁছয়। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে আপাতত দহন-দাপট থেকে মুক্ত বাংলা। তবে ঝড়-বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একাধিক জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে তিন জেলা ভাসবে বলেই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে। তবে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে কয়েকদিন। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গেও ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। তেমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আগামী চার-পাঁচ দিন ধরে উত্তর পূর্ব ভারত ও সিকিমেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশে। আপাতত দহন-দাপট থেকে মুক্ত বাংলা। তবে ঝড়-বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Sundarban Tiger Attacked: চোখ তখন জলের দিকে, হঠ্ করে ঝুপ শব্দ, সঙ্গীরা পিছন ফেরার আগেই মাঝবয়সী লোকটার ঘাড় মটকে গিয়েছে…আবারও ভয়ানক কাণ্ড

Next Article