Suvendu Adhikari: শুভেন্দুর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সোনারপুরে, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 23, 2022 | 12:55 PM

Suvendu Adhikari: এ ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়েরও হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

Suvendu Adhikari: শুভেন্দুর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সোনারপুরে, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে

Follow Us

সোনারপুর: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। আর সে কারণে এখন থেকেই মাটি শক্ত করতে আসরে নেমে পড়েছে শাসক-বিরোধী সমস্ত দলই। অন্যদিকে নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ থেকে গরু-পাচার কয়লা পাচার মামলায় মুখ পুড়েছে শাসকদলের (Trinamool Congress)। যা নিয়ে লাগাতার রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে চলেছে বিরোধীরা। ধারাল আক্রমণ শানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমমকী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণেরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এরইমধ্যে এবার রাজ্যের বিরোধী দলনেতার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সোনারপুরে।

এ ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়েরও হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। সূত্রের খবর, সোনারপুর ব্লকের কামরাবাদ অঞ্চলে কালীপুজো উপলক্ষে আগামী বুধবার একটি রক্তদান শিবিরে আসার কথা শুভেন্দু অধিকারীর। রাধানগর পিপলস ষ্টেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রচারের জন্য সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আচার্য প্রফুল্ল নগরে একটি গেট করা হয়। যেখানে শুভেন্দু অধিকারীর ছবি ছিল বলে জানা যাচ্ছে। সেই গেটে থাকা ছবি কেউ বা কারা রতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা রঞ্জন বৈদ্য বলেন, “সম্পূর্ন অরাজনৈতিক এই অনুষ্ঠান। কোথাও কোনও দলীয় সিম্বল ছিল না। প্রশাসনের অনুমতি নিয়েই আমরা এই গেট করেছিলাম।” এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তবে সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রর দাবি এই ঘটনায় তৃণমূলের কেউই জড়িত নয়। তাঁদের দলের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি তাঁর। লাভলি মৈত্র বলেন, “বিরোধী দলনেতা সকাল বিকেল এরকম নানা অনুষ্ঠান করেন। আমাদের কাছে এরকম কোনও খবর নেই। এসব বাজে কাজ করার মতো সময় তৃণমূল কংগ্রেস পরিবারের কোনও পরিবারের নয়। এটা ভিত্তিহীন অভিযোগ। প্রশাসন খতিয়ে দেখবে কী করে কী হয়েছে।”

Next Article