Thakurpukur: অপরাধ BJP-CPM করা, দুই দলের কর্মীকেই বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল
Thakurpukur: ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চক চট্টায়। সেখানে বিজেপি ও সিপিএমের অভিযোগ, বর্ষবরণের রাতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম ও বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়।
ঠাকুরপুকুর: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন অশান্তি বাড়ছে। এবার বিজেপি ও সিপিএম কর্মীদের মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়,তাদের বাড়িঘরও ভেঙে দেওয়ার অভিযোগ। আহত কর্মীদের দাবি অভিযুক্তরা সকলে তৃণমূল করেন।
ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চক চট্টায়। সেখানে বিজেপি ও সিপিএমের অভিযোগ, বর্ষবরণের রাতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম ও বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়। ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে জানালার কাচ। এছাড়াও একটি বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিজেপি ও সিপিআইএমের দুজন কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই কালিতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও, গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এই ঘটনার পিছনে তৃণমূলের কোনও কর্মী যুক্ত নয়। এই নিয়ে আহত সিপিএম কর্মী কৃষ্ণ নস্কর বলেছেন, “হঠাৎ তৃণমূলের দলবল এসে বাড়ি ভাঙচুর করেছে। আমায় যারা বাঁচাতে এসেছে তাঁদেরও মেরেছে। মেয়ে বৌদেরও ছাড়েনি।” অপরদিকে, রঞ্জিত নস্কর বলেন, “আমি বিজেপির প্রার্থী ছিলাম বলে মেরেছে। মহিলাদের নির্যাতন। প্রায় চল্লিশ জনের মতো ছেলে এসে এই সব করেছে।”