Diamond Harbour: বিচারকের আবাসনে হামলার ঘটনায় ক্লোজ করা হল SI-কে

Shuvendu Halder | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 11, 2024 | 9:45 PM

Diamond Harbour: এই ঘটনার পরই কার্যত নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। প্রায় আধ ঘন্টা ডায়মন্ড হারবার এডিজের কক্ষে বৈঠক হয় জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে জেলা বিচারকদের। সেখানে ডায়মন্ড হারবার আদালতের একাধিক বিচারক ছিলেন বলে জানা গিয়েছে। বৈঠকের পর বিচারকদের আবাসনে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

Diamond Harbour: বিচারকের আবাসনে হামলার ঘটনায় ক্লোজ করা হল SI-কে
পুলিশি বৈঠক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার: বিচারকের আবাসনে হামলার অভিযোগ। ঘটনায় আটক এক ব্যক্তি। পাশাপাশি ক্লোজ করা হল বিচারক আবাসনের দায়িত্বে থাকা এক সাব ইন্সপেক্টরকে। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তবে পুলিশ সূত্রে খবর, আবাসনে কোনও হামলার ঘটনা ঘটেনি। হামলার আশঙ্কা থেকে তোলা হয়েছে এমন অভিযোগ।

বস্তুত, গত আট তারিখ ডায়মন্ড হারবারের বিচারক তাঁর আবাসনে দুষ্কৃতী হামলার অভিযোগ তোলেন। সেই ঘটনায় বিচারকের এও অভিযোগ,পৈলান পুলিশ হেডকোয়াটারের কুমারেশ দাসের নির্দেশেই দুষ্কৃতীরা আবাসনে ঢোকে। পরে যখন তিনি থানায় অভিযোগ দায়ের করতে যান তখন এফআইআর নিতে পুলিশ গড়িমসি করে বলেও অভিযোগ। এই নিয়ে বিচারক কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলেন কাছে চিঠি পাঠান।

এই ঘটনার পরই কার্যত নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। প্রায় আধ ঘন্টা ডায়মন্ড হারবার এডিজের কক্ষে বৈঠক হয় জেলা পুলিশের আধিকারিকদের সঙ্গে জেলা বিচারকদের। সেখানে ডায়মন্ড হারবার আদালতের একাধিক বিচারক ছিলেন বলে জানা গিয়েছে। বৈঠকের পর বিচারকদের আবাসনে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে ডায়মন্ড হারবারের এসপি রাহুল গোস্বামী বলেন, “অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে। একজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় আবাসনের ভিতরে ঘোরাঘুরি করেছে। তেমনটাই দেখা গিয়েছে। ঘটনা জানার পর আইসি সেখানে উপস্থিত হন। এরপর যে সকল সিকিউরিটি ছিল তাঁদের সকলের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় প্রাথমিক তদন্ত হয়েছে। এফআইআর দায়ের হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করা হয়েছে। বাড়ানো হচ্ছে বিচারক আবাসনের নিরাপত্তা। পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি মেটাল ডিরেক্টর বসানো হচ্ছে আবাসনের সামনে। হামলা হয়েছে এরকম কোনও অভিযোগ পাইনি। আশঙ্কা থেকে একটা অভিযোগ এসেছিল। এফআইআর রুজু করে সংশ্লিষ্ট ধারায় মামলার রুজু করা হয়েছে। তবে কী কারণে এই আশঙ্কা সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে।”

এ দিকে এই ঘটনায় রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে চিঠি দিয়েছেন। বিচারকদের নিরাপত্তা দাবি যেমন করেছেন,তেমনই অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

 

Next Article