জয়নগর: জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় গোটা গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই ঘটনায় গ্রেফতার করা হল তিনজনকে। অভিযুক্তদের নাম নজরুল মণ্ডল, আকবর ঢালি, আমানুল্লাহ জমাদার। এলাকায় তাঁরা তিনজনই তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।
প্রসঙ্গত, গত সোমবার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, খুনের পিছনে সিপিএম কর্মীদের হাত রয়েছে। সেই সন্দেহর বশে গোটা গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। জিনিস পত্র ভাঙচুর থেকে শুরু করে সব তছনছ করে দেওয়া হয়। যদিও, গ্রামবাসীদের কেউ কেউ সিপিএম সমর্থক হলেও তাঁদের অনেকেই জানিয়েছিলেন তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সেই ঘটনায় গ্রেফতার হয় এই তিনজন। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলার পাশপাশি ভাঙচুরের ঘটনায় আলাদা মামলা রুজু করে পুলিশ।
সম্প্রতি, তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর নামজ পড়তে যাওয়ার সময় খুন হন। দুটি বাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালায় তাঁকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সইফুদ্দিনের। দ্রুত সেখানে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অপর এক দুষ্কৃতী পালাতে গেলে ক্ষিপ্ত জনতার বেদম প্রহারে মৃত্যু হয় তাঁর।