Mamata Banerjee: ঢাল-তলোয়ার নিয়ে কেন্দ্রীয় বাহিনী কাঁচকলা করবে: মমতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 16, 2023 | 6:44 PM

Mamata Banerjee: মমতা বললেন, 'মাত্র দু'টি বুথে ঘটনা ঘটেছে, তার জন্য বলে দিল... সব চলে এসো ঢাল-তলোয়ার নিয়ে। আরে কাঁচকলা করবে...'। এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যে অতীতে লোকসভা ভোট বা বিধানসভা ভোটের কথা তুলে ধরেন।

Mamata Banerjee: ঢাল-তলোয়ার নিয়ে কেন্দ্রীয় বাহিনী কাঁচকলা করবে: মমতা
কেন্দ্রীয় বাহিনী ইস্য়ুতে মমতা

Follow Us

কাকদ্বীপ: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে তৃণমূল কংগ্রেস একেবারেই ভীত নয়, তা দলের তরফে আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আর এবার কাকদ্বীপের সভা থেকে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে দলের অবস্থান আরও স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অতীতের অশান্তির তথ্য তুলে ধরে বুঝিয়ে দিতে চাইলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনই সব সমস্যার সমাধান নয়। জানিয়ে দিলেন, কেন্দ্রীয় বাহিনী ‘কাঁচকলা’ করবে। বললেন, ‘৬১ হাজার বুথের মধ্যে দু’টি অঞ্চলে ঘটনা ঘটেছে। আমি নিজে দুঃখিত আমাদের ছেলেরা মারা গিয়েছে। যে দলেরই যেই মারা যাক না কেন, আমি খুশি হই না। দুঃখিত হই। আর মাত্র দু’টি বুথে… তার জন্য বলে দিল… সব চলে এসো ঢাল-তলোয়ার নিয়ে। আরে কাঁচকলা করবে…’

এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যে অতীতে লোকসভা ভোট বা বিধানসভা ভোটের কথা তুলে ধরেন। সেই সময়ের ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রসঙ্গ টেনে মমতা বললেন, ‘লোকসভা ভোট, বিধানসভা ভোটও তো হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে। অনেক অত্যাচার করে জেলায় জেলায়। মা-বোনেরা জোট বাঁধুন। ভাইদের বলব, মা-বোনেদের এগিয়ে দিন।’

উল্লেখ্য, গতকালও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বাংলার ভোটে অশান্তির পরিসংখ্যান তুলে ধরেছিলেন। আজ কাকদ্বীপের সভা থেকে মণিপুরে অশান্তি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও যে বিশেষ লাভ হয়নি, সেই কথাও বোঝানোর চেষ্টা করেন মমতা। বললেন, কেন্দ্রীয় বাহিনী তো মণিপুরেও নিয়ে গিয়েছ। মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। ১৫০ জনের উপর লোক মারা গিয়েছে। কী করেছে তোমার কেন্দ্রীয় বাহিনী? মনে নেই? ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। কতজন মারা গিয়েছিল? ৩৯ জন। ২০০৩ সালে সিপিএম জমানায় ৭০ জন খুন হয়েছিল। ২০০৮ সালে সিপিএম জমানায় ৩৬ জন খুন হয়েছিল।’

কেন্দ্রীয় বাহিনী কাঁচকলা করবে বলে যে মন্তব্য মুখ্যমন্ত্রী বলেছেন, সেই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘মানুষ মারা যাচ্ছে। কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু… সেটা বিষয় নয়। পশ্চিমবঙ্গে রক্ত ঝরছে তৃণমূলের কারণে। আমরা অনেক আগে থেকেই বলেছি, নির্বাচন যদি রক্তপাতহীন করতে হয়, যদি মানুষের মনের প্রকৃত প্রতিফলন দরকার হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি প্রয়োজন। আজ কেন্দ্রীয় বাহিনী থাকলে, যে মানুষগুলি প্রাণ হারিয়েছেন, সেই ঘটনা ঘটত না।’

Next Article