Abhishek Banerjee: ‘নিঃশব্দে বিপ্লব করি’, কেন হঠাৎ অভিষেকের মুখে এমন কথা?

Nov 30, 2024 | 11:02 PM

Abhishek Banerjee: এ দিন, হাজার-হাজার চিকিৎসকদের সামনে অভিষেক বললেন, "আমরা দশ বছরে ডায়মন্ড হারবারে কী কাজ করেছি প্রতিবছর মানুষকে পুস্তিকা প্রকাশ করে পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝিয়ে দিয়েছি। নিঃশব্দ বিপ্লব করি। প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে।" অর্থাৎ চিকিৎসকদের বুঝিয়ে দিলেন কাজ কী কী হয়েছে সেখানে।

Abhishek Banerjee: নিঃশব্দে বিপ্লব করি, কেন হঠাৎ অভিষেকের মুখে এমন কথা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার: নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড-হারবারে ‘সেবাশ্রয়’ কর্মসূচি শুরু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার ঘটনার পর এই প্রথম কোনও তৃণমূল নেতা চিকিৎসকদের সামনে বক্তৃতা দিলেন। অভিষেক কী বললেন? বলা ভাল অভিষেক কী বললেন না! আরজি করের পর তৃণমূল সাংসদ হাজারের বেশি চিকিৎসকদের ডাকলেন, বসলেন, বললেন তাঁদের সঙ্গে তাঁর কোনও দূরত্ব নেই। শুধু তাই নয়, এতদিন ডায়মন্ড হারবারে কী কী উন্নয়ন হয়েছে তার ফিরিস্তিও তুলে ধরলেন। বললেন, ‘নিঃশব্দ বিপ্লবের কথা’

বস্তুত, অভিষেক এ রাজ্যের প্রশাসনিক কোনও পদে নেই। তিনি মন্ত্রীও নন। তবে নিজের সংসদীয় কেন্দ্রে তিনিই ‘রাজা’। নিজের মতো করে সবটা করছেন। কখনও প্রবীণ ব্য়ক্তিদের জন্য কর্মসূচি চালু করছেন, কখনও বা সেখানকার বাসিন্দাদের অভাব অভিযোগ শুনছেন। আর এবার চালু করলেন ‘সেবাশ্রয়’ কর্মসূচি। চিকিৎসকদের একটি দলকে কাজে লাগিয়ে সেই এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু করছেন তৃণমূল ‘সেনাপতি’। বললেন, “আগামীতে সেবাশ্রয়ই ভারতকে পথ দেখাব।”

এ দিন, হাজার-হাজার চিকিৎসকদের সামনে অভিষেক বললেন, “আমরা দশ বছরে ডায়মন্ড হারবারে কী কাজ করেছি প্রতিবছর মানুষকে পুস্তিকা প্রকাশ করে পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝিয়ে দিয়েছি। নিঃশব্দ বিপ্লব করি। প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে।” অর্থাৎ চিকিৎসকদের বুঝিয়ে দিলেন কাজ কী কী হয়েছে সেখানে।

Next Article