Voter Card: গয়না বিক্রি করে টাকা দিয়েছিলেন TMC নেতাকে, তবু পাননি ভোটার কার্ড, অভিযোগ কাকদ্বীপে
Kakdwip: অসুস্থ স্ত্রী'র গয়না বিক্রি করে ওই টাকা দিয়েছিলেন বলে আক্ষেপ অর্জুনের। তবে তৃণমূল নেতা কাশীনাথ ওই টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন।

কাকদ্বীপ: সম্প্রতি বাংলাদেশের নিউটনের নাম দেখা যায় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায়। আর এবার সেই কাকদ্বীপেই আরও এক কেলেঙ্কারির অভিযোগ উঠছে। টাকা দিয়েও মেলেনি ভোটারকার্ড! দিনের পর দিন টাকা নিয়েছেন তৃণমূল নেতা। এমনই অভিযোগ তুলছেন ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসা এক ব্যক্তি। ভারতীয়কে বিয়েও করেছেন তিনি।
কাকদ্বীপের শ্রীশ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পূর্ব গঙ্গাধরপুরের বাসিন্দা ষাটোর্ধ্ব অর্জুন দাস এই অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে এসে কাকদ্বীপে বসতি স্থাপন করেন তিনি। বিয়ে করেন কাকদ্বীপেরই বাসিন্দা এক মহিলাকে। ইতিমধ্যেই অর্জুনের রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড হয়েছে। কিন্তু নেই কোনও ভোটার কার্ড। তাঁর দাবি, ১২ বছর আগে ভোটারকার্ড করিয়ে দেওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতা কাশীনাথ বিশ্বাসকে টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু আজও মেলেনি সেই পরিচয়পত্র।
অসুস্থ স্ত্রী’র গয়না বিক্রি করে ওই টাকা দিয়েছিলেন বলে আক্ষেপ অর্জুনের। তবে তৃণমূল নেতা কাশীনাথ ওই টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি কোনও টাকা নেননি। মিথ্যা অভিযোগ করা হচ্ছে! তাঁর নেতা হলেন কাকদ্বীপের টিএমসিপি নেতা দেবাশিস দাস। দেবাশিস জানিয়েছেন, এটা তাঁর পঞ্চায়েত। অর্জুন নামের কাউকে তিনি চেনেন না।
দেবাশিস দাস আশ্বাস দিয়েছেন, টাকা নেওয়ার বিষয়টি তিনি পুলিশকে জানাবেন। প্রয়োজনে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বিজেপির কটাক্ষ, ভোটার তালিকায় টাকার বিনিময়ে নাম তোলার ক্ষেত্রে বড় মাথা আছে। সেই মাথাকে বের করতে হবে।





