AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bay of Bengal: কয়েক ঘণ্টার ব্যবধানে ফের ডুবল ট্রলার, বরাত জোরে প্রাণ রক্ষা ১৬ জনের! কী হচ্ছে বঙ্গোপসাগরে?

Bay of Bengal: মাঝ সমুদ্রেই তুমুল চিৎকার-চেঁচামেঁচি শুরু হয়ে যায়। ঘটনা দেখে ছুটে আসে আশপাশে মাছ ধরতে থাকা বেশ কিছু ট্রলার। তাঁদের তৎপরতাতেই শেষ পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটিতে থাকা ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়।

Bay of Bengal: কয়েক ঘণ্টার ব্যবধানে ফের ডুবল ট্রলার, বরাত জোরে প্রাণ রক্ষা ১৬ জনের! কী হচ্ছে বঙ্গোপসাগরে?
ফের ডুবল ট্রলারImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 21, 2025 | 6:37 PM
Share

পাথরপ্রতিমা: কয়েক ঘণ্টার ব্য়বধানে ফের দুর্ঘটনা। বঙ্গোপসাগরে ভোররাতে ডুবেছিল ট্রলার, দুপুরে ফের একই ছবি। সূত্রের খবর, এদিন দুপুরে কেঁদো দ্বীপের কাছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের ধাক্কায় এফবি মা দুর্গা নামক একটি ট্রলারের পাটাতন ফেটে যায়। ট্রলারের ভেতরে জল ঢুকে অল্প সময়ের মধ্যে ডুবে যায়। চোখের পলকেই ডুবতে শুরু করে ট্রলারটি। 

মাঝ সমুদ্রেই তুমুল চিৎকার-চেঁচামেঁচি শুরু হয়ে যায়। ঘটনা দেখে ছুটে আসে আশপাশে মাছ ধরতে থাকা বেশ কিছু ট্রলার। তাঁদের তৎপরতাতেই শেষ পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটিতে থাকা ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের সকলকেই আনা হচ্ছে পাথরপ্রতিমা ঘাটে। মৎস্যজীবীরা জানাচ্ছেন মা দুর্গা ট্রলারটি গতকাল নামখানা থেকে ইলিশ ধরতে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল। কিন্তু, একদিনের মধ্যে যে এতবড় বিপত্তি ঘটে যাবে তা নিয়ে আঁচ করতে পারেননি কেউই।

এদিকে পরপর এ ঘটনায় স্বভাবতই ট্রলারগুলির রক্ষাণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন মৎস্য়জীবীদের একাংশ। উত্তাল সমুদ্রের ঢেউয়ের ধাক্কা সামাল দিতে না পেরে একের পর এক ট্রলারে দুর্ঘটনা ঘটছে বলে অনুমান মৎস্যজীবী সংগঠনের। এদিনই ভোরে এফবি শাকিলা নামে একটি ট্রলার নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন ১৩ জন মৎস্যজীবী। মাঝসমুদ্রে একই হাল হয় তাঁদের। শেষ পর্যন্ত পাশে থাকা মৎস্যজীবারাই তাঁদের প্রাণ বাঁচান।