Bay of Bengal: ভয়ঙ্কর ঘটনা সাগরে! ইলিশ ধরে ফেরার পথে ১৩ জন মৎস্যজীবীকে নিয়ে ডুবতে শুরু করল আস্ত ট্রলার
Bay of Bengal: ট্রলারে ছিলেন ১৩ মৎস্যজীবী। তাঁরা সকলেই ডুবতে শুরু করেন। ততক্ষণে তাঁদের চিৎকার শুনতে পেয়েছেন পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা। মুহূর্তেই তাঁদের বাঁচাতে ছুটে আসে আরও দু’টি ট্রলার।

রায়দিঘি: ফের ট্রলার ডুবি। ফের উত্তাল সাগরে ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার। কোনওমতে প্রাণে বাঁচলেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। ১৩ জন জনকে উদ্ধার করল পাশে থাকা অন্যান্য মৎস্যজীবীরা। শুক্রবার ভয়াবহ এই ঘটনা ঘটেছে রায়দিঘি ঘাটে। ঘটনায় আতঙ্কের ছাপ এলাকার মৎস্যজীবীদের মধ্যে।
সূত্রের খবর, ১৩ জন মৎস্যজীবী নিয়ে এফবি ভাইভাই নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। জালে উঠেছিল প্রচুর ইলিশ। তা নিয়ে ফের ফিরে আসছিল ঘাটে। কিন্তু, কে জানতো পথেই তাঁদের জন্য ওৎ পেতে বসে আছে বড় বিপদ। শুক্রবার দুপুরে জম্বুদ্বীপ থেকে পশ্চিম দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। ফেটে যায় পাটাতন। হু হু করে ঢুকতে থাকে জল। চোখের পলকে ডুবতেও শুরু করে।
ট্রলারে ছিলেন ১৩ মৎস্যজীবী। তাঁরা সকলেই ডুবতে শুরু করেন। ততক্ষণে তাঁদের চিৎকার শুনতে পেয়েছেন পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা। মুহূর্তেই তাঁদের বাঁচাতে ছুটে আসে আরও দু’টি ট্রলার। সেখানে থাকা মৎস্যজীবীদের তৎপরতাতেই শেষ পর্যন্ত রক্ষা পান ওই ১৩ জন। ইতিমধ্যেই ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করতে আরও বেশ কিছু ট্রলারকে সাগরে পাঠানো হয়েছে মৎস্যজীবী সংগঠনের তরফে। কয়েকদিন আগেও নামখানা থেকে যাওয়া দু’টি ট্রলারও একই অবস্থার মধ্যে পড়েছিল। তবে প্রাণহানি হয়নি।





