ভাঙড় : পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠেছে। শাসকদলের একের পর এক কীর্তিতে নাজেহাল অবস্থা বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। পাশাপাশি শাসক দলের চুনো-পুঁটি নেতাদের দৌড়াত্ম্যে নাভিশ্বাস ওঠার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষেরও। এরকমই এক অসহিষ্ণুতার ছবি ধরা পড়ল ভাঙড়ে। এই আবহে এবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে উঠল আরও এক অভিযোগ। ছেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF) করে। তাই বাবার সবজির দোকান তুলে দিল শাসক দলের স্থানীয় নেতারা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঘটকপুকুরের। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অবশ্য, এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা। এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সবজি ব্যবসায়ী আবু বক্কার মল্লিক।
গত ছয়-সাত বছর ধরে ভাঙড়ের ঘটকপুকুরের বাজারে সবজি ব্যবসা করে আসছেন আবু বক্কার মল্লিক নামের ওই ব্যক্তি। এরকম ঘটনা আগে কখনও হয়নি। গতকাল হঠাৎ তাঁর দোকানে চড়াও হন বলে অভিযোগ বক্কারের। রবিবার তাঁরা বাসন্তী এক্সপ্রেসওয়ের পাশের এই সবজির দোকানটি তুলে দেন বলে অভিযোগ করেছেন বক্কার। তিনি অভিযোগ করেছেন যে ছেলে আইএসএফ করে বলেই তাঁর দোকান তুলে দিয়েছেন তৃণমূলীরা।
অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। তিনি জানিয়েছেন যে, বাসন্তী হাইওয়ের সম্প্রসারণের জন্য দোকানপাট সরানো হচ্ছে। তবে প্রশ্ন উঠছে সেই স্থান আরও অনেক দোকান থাকলেও শুধুমাত্র বক্কার সাহেবের দোকানই কেন তুলে দেওয়া হল। এই ঘটনায় স্থানীয় আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি জানিয়েছেন যে, গত বিধানসভা নির্বাচনে আইএসএফ এর হয়ে কাজ করেছিল বক্কার সাহেবের পরিবার। আইএসএফ-র জন্য কাজ করার জন্য লাগাতার অত্যাচার চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে, কাইজার আহমেদ নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে অকথ্য় ভাষায় গালিগালাজ করেছে আবু বক্কার নামের ওই সবজি বিক্রেতাকে। তিনি বলেছেন, “আমি থানায় গিয়ে পুলিশকে সমস্ত ঘটনা জানাতে বলেছি। পুলিশ কোনও পদক্ষেপ না করলে আমরা আদালতের দ্বারস্থ হব।”
আরও পড়ুন : Namkhana Physical Assault Case: ফের গণধর্ষণের অভিযোগ, নির্যাতিতার গায়ে ঢালা হল কেরোসিন তেল