Namkhana Physical Assault Case: ফের গণধর্ষণের অভিযোগ, নির্যাতিতার গায়ে ঢালা হল কেরোসিন তেল

Crime News: প্রথমে ওই মহিলা কিছু জানাননি। কিছুটা ভয়, কিছুটা লজ্জায় চেপে গিয়েছিলেন পুরো ঘটনা। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে শরীর আরও খারাপ হতে থাকে।

Namkhana Physical Assault Case: ফের গণধর্ষণের অভিযোগ, নির্যাতিতার গায়ে ঢালা হল কেরোসিন তেল
ফের গণধর্ষণের অভিযোগ। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 2:39 PM

দক্ষিণ ২৪ পরগনা: ফের রাজ্যে গণধর্ষণের অভিযোগ উঠল। ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য কেরোসিন ছিটিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার এই ঘটনায় আরও একবার প্রশ্ন উঠছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়েও। নামখানার এক মহিলার উপর এই নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে। একইসঙ্গে অভিযোগ, থানায় জানানো হলেও কেউ গ্রেফতার হয়নি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। অভিযোগ, ওই মহিলার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। মেয়ে থাকে মায়ের সঙ্গে। গত শুক্রবার ভোরের দিকে ঘটনাটি ঘটে। ওই মহিলা শৌচাগারে যাচ্ছিলেন। বারান্দায় তিনজন তাঁকে চেপে ধরেন। এরমধ্যে একজন তাঁর আত্মীয় বলেও দাবি করেছেন অভিযোগকারী।

ওই মহিলার অভিযোগ, হঠাৎ করে ঢুকেছে এমন নয়। বরং তাঁর আশঙ্কা আগে থেকেই ঘরের ভিতর ঢুকে ছিলেন অভিযুক্তরা। নির্যাতিতা জানান, “আমার সঙ্গে কুকীর্তি করে আমাকে আবার পুড়িয়ে মারার চেষ্টাও করে। আমার গায়ে কেরোসিন ঢেলে দেয়। আমাকে হুমকি দিচ্ছে কাউকে কিছু বললে আমার সন্তানদের শেষ করে দেবে। আমি চাই এর যেন যথাযথ ব্যবস্থা হয়।” ওই মহিলার স্বামী এই ঘটনায় কেঁদে ফেলেন। তাঁর কথায়, “আমার বউটার সঙ্গে খারাপ কাজ করে আবার পুড়িয়ে মারার চেষ্টাও করেছে। আমার আশেপাশের আত্মীয়রা এসে কোনওমতে বউকে বাঁচায়। এখনও পুলিশ কাউকে ধরল না।”

প্রথমে ওই মহিলা কিছু জানাননি। কিছুটা ভয়, কিছুটা লজ্জায় চেপে গিয়েছিলেন পুরো ঘটনা। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে শরীর আরও খারাপ হতে থাকে। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। ওই মহিলাদের দোতলা বাড়ি। উপরের দিকে বারান্দার সামনেটা খোলা। যে কেউ চাইলে খুব সহজেই ভিতরে ঢুকে পড়তে পারে। অভিযুক্তরা সেই সুযোগকেই কাজে লাগিয়েছে বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন: Hanskhali Minor Girl Assault: হাঁসখালির নৃশংসতার প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বনধ বিজেপির