AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhangar: কাইজারকে খুনের ‘হুমকি’! ভোটের আগে ব্যাপক উত্তেজনা ভাঙড়ে

Tension in Bhangar: কাইজারের অভিযোগ, বাহারুল-সাবিরুলই কয়েকশো কর্মী সমর্থক নিয়ে মঙ্গলবার রাতে তাঁর বাড়ির সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। খুনের হুমকিও দিয়েছে। এ ঘটনায় ইতিমধ্য়েই বেশ কিছু সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।

Bhangar: কাইজারকে খুনের ‘হুমকি’! ভোটের আগে ব্যাপক উত্তেজনা ভাঙড়ে
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 29, 2025 | 10:43 AM
Share

ভাঙড়: ভোট যত এগিয়ে আসছে ততই যেন তপ্ত হচ্ছে ভাঙড়। রাজনীতির আঙিনায় চড়ছে পারদ। এবার তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ির সামনে উত্তেজনা। গালাগালির পাশাপাশি খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তা নিয়েই সরগরম এলাকার রাজনৈতিক মহল। তৃণমূল নেতা বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন কাইজার। তাতেই এক্কেবারে জোর শোরগোল।

কাইজারের অভিযোগ, বাহারুল-সাবিরুলই কয়েকশো কর্মী সমর্থক নিয়ে মঙ্গলবার রাতে তাঁর বাড়ির সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। খুনের হুমকিও দিয়েছে। এ ঘটনায় ইতিমধ্য়েই বেশ কিছু সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। কাইজার বলছেন, “৩০ থেকে ৪০ জনের একটা দল এসেছিল। নেতৃত্বে ছিল বাহারুল-সাবিরুলরা। ওরাই আমাদের বাড়ির সামনে এসে খুন করবে বলে হুমকি দিয়ে গিয়েছে। আমি পুলিশের দ্বারস্থ হয়েছি। তারপরেও এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।”  

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম। তিনি বলছেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে সেটা কোথাকার, সেটায় যে আমি আছি সেটা ও প্রমাণ করাক। প্রশাসন নিশ্চিতভাবে এর সঠিক তদন্ত করবে। যদি এরকম কোনও ঘটনা ঘটে থাকে তাহলে যাঁরা দোষী তাঁরা শাস্তি পাক।”

এরপরই কাইজারের বিরুদ্ধে সুর চড়িয়ে বাহারুল বলেন, “এই মিথ্যাচার ও অনেকদিন আগে থেকেই করছে। ২০২১ সালে দলকে হারিয়েছে। তেইশ সালে বিরোধিতা করেছে। চব্বিশ সালে গদ্দারি করেছে। আইএসএফের হাত শক্ত করার জন্য এখন এই সব মিথ্যাচার করেছে।”