বারুইপুর: মনোনয়ন পত্র জমা করা প্রার্থী পদ প্রত্যাহার করতে চাপ। আর তা না করার জন্য এবার এক বিজেপি প্রার্থীর স্বামীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামীর নাম প্রশান্ত হালদার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মনোনয়নপত্র প্রতাহারের জন্য বাড়িতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার বিকালের দিকে বারুইপুর-ক্যানিং রোডের উত্তরভাগের কাছে ফাঁকা রাস্তায় তার পথ আটকায় চারজন। এরপর সেখানে অজ্ঞাত পরিচয়ের ওই চার জন বাইক থেকে নামিয়ে বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর চিৎকারে স্থানীয় দুই ব্যক্তি উদ্ধার করে তাঁকে নিয়ে যান বারুইপুরের বিডিও অফিসের মাঠে। খবর পেয়ে দলের কর্মীরা আহত প্রশান্ত হালদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বারুইপুর মহুকুমা হাসপাতালে।
অভিযোগ, বারুইপুর ব্লকের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুধের বিজেপি প্রার্থী হিসাবে কোনকি হালদার মনোনয়ন জমা দিয়েছেন। স্ত্রীর জমা দেওয়া সেই মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যই ক্রমাগত চাপ দিচ্ছিলেন বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
তাঁদের সেই চাপ উপেক্ষা করায় এই হামলার ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ আক্রান্তের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা স্বপন মণ্ডলের বক্তব্য, “আসলে ওরা এসব করে সংবাদমাধ্যমের নজর অন্য দিকে ঘুরিয়ে রাখে। নিজেদের মধ্যেই লড়াই করে। আর অন্যের ঘাড়ে দোষ চাপায়।”