AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rail Blockade: ‘স্থায়ী সমাধান চাই’, লেভেল ক্রসিংয়ের দাবিতে ফের রেল অবরোধ সোনারপুরে

Rail Blockade: সোমবার রাতে একটি চারচাকার সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। তারপর থেকেই লাইনের নিরাপত্তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। প্রশ্ন তুলতে শুরু করেন এলাকার বাসিন্দারা। যে জায়গায় দুর্ঘটনা হয়েছিল মঙ্গলবার সকালে সেই জায়গায় ঘেরাওয়ের কাজ শুরু করে রেলে।

Rail Blockade: ‘স্থায়ী সমাধান চাই’, লেভেল ক্রসিংয়ের দাবিতে ফের রেল অবরোধ সোনারপুরে
উত্তেজনা সোনারপুরে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 02, 2025 | 1:36 PM
Share

ক্যানিং: ফের তপ্ত ক্য়ানিং শাখা। ফের রেল অবরোধ। তাতেই ব্য়াপক উত্তেজনা সোনারপুরের রাধাগোবিন্দ পল্লীতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুত ওই এলাকায় স্থায়ীভাবে একটি লেভেল ক্রসিং করতেই হবে। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেললাইনের উপর দিয়ে যাতায়াত চলছে। কিন্তু সুরক্ষার কোনও ব্যবস্থাই নেই। রাজপুর-সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ড ও সোনারপুরের একাধিক পঞ্চায়েতের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করেন প্রতিদিন। স্কুল-কলেজ পড়ুয়াদের যাতায়াত তো রয়েছে, সঙ্গে অফিস যাত্রী থেকে রোগী, সবই যায় এই রাস্তা দিয়ে। ফলে এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলির তালিকায় একেবারে উপরের সারিতে রয়েছে এটি। 

সোমবার রাতে একটি চারচাকার সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। তারপর থেকেই লাইনের নিরাপত্তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। প্রশ্ন তুলতে শুরু করেন এলাকার বাসিন্দারা। যে জায়গায় দুর্ঘটনা হয়েছিল মঙ্গলবার সকালে সেই জায়গায় ঘেরাওয়ের কাজ শুরু করে রেলে। তাতেই যেন আগুনে ঘি পড়ে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অস্থায়ী কোনও সমাধান নয়, স্থায়ীভাবে লেভেল ক্রসিং করতে হবে ওই জায়গায়। এই দাবি সামনে রেখেই শুরু করে দেন রেল অবরোধ। 

বিক্ষোভকারীদের বক্তব্য, এই রাস্তা বন্ধ হয়ে গেলে জনজীবন স্তব্ধ হয়ে যাবে। শুধুমাত্র বিকল্প পথের উপর নির্ভর করে এত মানুষের যাতায়াত সম্ভব নয়। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন লেভেল ক্রসিং না হলে অবরোধ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁদের সঙ্গেও বচসা হয় আন্দোলনকারীদের।