সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে দুষ্কৃতী খোঁজে বাড়ি বাড়ি টহল কেন্দ্রীয় বাহিনী-পুলিশের

Mar 31, 2021 | 10:10 AM

গোসাবায় (Gosaba) ভোট প্রচার (West Bengal Assembly Election 2021) শেষ হতেই এলাকা শান্ত রাখতে দ্বীপে দ্বীপে দুষ্কৃতীদের বাড়িতে হানা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে দুষ্কৃতী খোঁজে বাড়ি বাড়ি টহল কেন্দ্রীয় বাহিনী-পুলিশের
ফাইল চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: গোসাবায় (Gosaba) ভোট প্রচার শেষ হতেই এলাকা শান্ত রাখতে দ্বীপে দ্বীপে দুষ্কৃতীদের বাড়িতে হানা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। এদিকে, বুধবার সকালেই পাথরপ্রতিমা থেকে লঞ্চে ভোটকর্মীরা রওনা দিলেন প্রত্যন্ত দ্বীপে।

বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে (West Bengal Assembly Election 2021) প্রত্যন্ত সুন্দরবন এলাকায় গোসাবা বিধানসভা কেন্দ্রে মোট ১৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩২৬ টি বুথে ভোট কেন্দ্র করা হয়েছে এবার। এই কেন্দ্রের ভোটের জন্য এসেছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তাদের সহায়তার জন্য মোতায়েন থাকছে ১ হাজার রাজ্য পুলিশ।

আপাত শান্ত এই বিধানসভা এলাকায় এবার জোর লড়াই পরপর দু’বারের জয়ী তৃণমূলের বিদায়ী বিধায়ক জয়ন্ত নস্করের সঙ্গে প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি প্রার্থী বরুণ ওরফে চিত্ত প্রামাণিকের। রয়েছে বাম প্রার্থী অনিল মন্ডলও । ভোটের আগেই এলাকা উত্তপ্ত হতে শুরু করেছে। ভোট ঘোষণার পরই এই বিধানসভা কেন্দ্রের গোসাবা ও পাঠানখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়িতে বোমা বাঁধার সময় দুটি জায়গায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছে । মৃত্য হয়েছে তিন জনের।

আরও পড়ুন: ‘বেচারা মুকুল শুভেন্দুর মতো এত খারাপ না’, মমতা কেন এ কথা বললেন?

এলাকায় সক্রিয় হতে শুরু করেছে দুষ্কৃতী। তাই মঙ্গলবার সন্ধ্যা থেকে এই কেন্দ্রের ভোট প্রচার শেষ হতেই আসরে নেমে পড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । এসডিপিও ক্যানিং গোবিন্দ সিকদার ও ওসি গোসাবা সৌমেন বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রাতে হানা দেয় এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উপদ্রুত পাঠানখালি ও বিপ্রদাসপুর এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় । এলাকার কুখ্যাত দুষ্কৃতিদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি অযথা জটলা করে থাকা ব্যক্তিদের লাঠিচার্জ করে এলাকা ছাড়া করা হয় । কাৰ্যত ভোটের আগেই ভারী বুটের আওয়াজে স্বস্তি স্থানীয় গ্রামবাসীদের।

Next Article