Panchayat Election 2023: পঞ্চায়েতে সম্মুখ সমরে শ্বশুর-জামাই, বাবা-স্বামীর লড়াইয়ে কার দিকে নন্দকুমারপুরের তনুশ্রী?

Shuvendu Halder | Edited By: Soumya Saha

Jun 26, 2023 | 8:50 PM

Panchayat Election 2023: শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে পড়েছেন জামাই বাবাজি। শ্বশুর দাঁড়িয়েছেন বিজেপির প্রতীকে। আর জামাই তৃণমূলের প্রতীকে। একজনের হাতিয়ার উন্নয়ন। অপর জনের হাতিয়ার অপশাসন। পঞ্চায়েতের ময়দানে শ্বশুরের সঙ্গে একেবারে সম্মুখ-সমরে জামাই বাবাজি।

Panchayat Election 2023: পঞ্চায়েতে সম্মুখ সমরে শ্বশুর-জামাই, বাবা-স্বামীর লড়াইয়ে কার দিকে নন্দকুমারপুরের তনুশ্রী?
বিজেপি ও তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন শ্বশুর-জামাই
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

নন্দকুমারপুর: জমে উঠেছে ভোটের লড়াই। আর নন্দকুমারপুরে যেন তা আলাদাই মাত্রা পেয়েছে। কেন? কারণ, দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর-২ ব্লকে আলাদাই লড়াই চলছে পঞ্চায়েতে (Panchayat Election 2023)। শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে পড়েছেন জামাই বাবাজি। শ্বশুর দাঁড়িয়েছেন বিজেপির প্রতীকে। আর জামাই তৃণমূলের প্রতীকে। একজনের হাতিয়ার উন্নয়ন। অপর জনের হাতিয়ার অপশাসন। পঞ্চায়েতের ময়দানে শ্বশুরের সঙ্গে একেবারে সম্মুখ-সমরে জামাই বাবাজি। আর এই নিয়ে গ্রামবাসীদের মধ্যেই বেশ একটা কৌতুহল তৈরি হয়েছে।

নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ২৭৩ নম্বর বুথে ভোটে লড়ছেন সুষেনজিৎ মণ্ডল। তৃণমূল থেকে এবার টিকিট পেয়েছেন তিনি। আর তাঁর শ্বশুর পালান পাইক। থাকেন পাশের গ্রামে। সেখান থেকে এসে এবার একেবারে জামাইয়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে পড়েছেন তিনি। বিজেপির টিকিটে। দু’জনেই নিজের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি ছুটছেন। ভোট চাইছেন। কিন্তু পারিবারিক সম্পর্কে প্রভাব পড়ছে কি? খোঁজখবর নিতে গিয়ে দেখা গেল, দুই পক্ষই বলছে লড়াইটা রাজনীতির। নীতি-আদর্শের। দু’জনে ভোটের মাঠে একে অন্যের বিপক্ষে প্রচারে নামলেও পারিবারিক সম্পর্কে কোনও প্রভাব পড়তে দেননি তাঁরা।

পালন পাইকের মেয়ে তনুশ্রী পাইক মণ্ডল। বাবা আর স্বামী দু’জনেই নেমেছেন ভোটে। এবার কোন দিকে যাবেন তিনি? বাবার দিকে? নাকি স্বামীর দিকে? মনের মধ্যে কি কোনও দোলাচল রয়েছে? প্রশ্ন করা হলে দেখা গেল, তিনি কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছেন, তিনি কার দিকে। এবারের ভোটে নিজের স্বামীকেই সমর্থন করছেন তিনি। কেন? তাঁর বক্তব্য, বাবা অন্য পাড়া থেকে এসে স্বামীর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন। তাই বাবার সঙ্গে সম্পর্কে কোনও ছেদ না পড়লেও ভোটে কিন্তু স্বামীর পাশেই থাকছেন তনুশ্রী।

আপাতত ভোট ময়দানের এই লড়াই রাজনীতি আর মতাদর্শের লড়াইয়েই সীমিত থাকছে। তবে ভোটের ফলাফলের পর আগামী বছরের জামাইষষ্ঠীতে কী হবে, সেই নিয়ে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে গ্রামের কৌতূহলী মানুষজনের মধ্যে।

Next Article