দক্ষিণ ২৪ পরগনা: বিজেপি পঞ্চায়েত সমিতির প্রার্থীর জায়গায় নাম লেখা হয়ে গিয়েছে আইএসএফ প্রার্থীর নাম। চটে আগুন বিজেপি প্রার্থী। ঘটনাটি ঘটেছে
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। দেওয়াল লিখনের খবর প্রকাশ্যে আসতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি প্রার্থী সিরাজউদ্দিন পাইক। আর এই বিষয়টিকে ইস্যু করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের বক্তব্য, বিজেপি এবং আইএসএফ আঁতাত হয়েছে।
পাথরপ্রতিমা ব্লকের ৬ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী হয়েছেন দলের ব্লক কনভেনার সিরাজউদ্দিন পাইক। কয়েক দিন আগে স্থানীয় রায়পুর পঞ্চায়েত এলাকায় বিজেপির দেওয়াল লিখনে গ্রামসভা ও জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম থাকলেও পঞ্চায়েত সমিতির প্রার্থীর জায়গায় আইএসএফ প্রার্থীর নাম লেখা হয়েছে বলে অভিযোগ। সিরাজউদ্দিন পাইকের জায়গায় আইএসএফ প্রার্থী সুলতান বৈদ্যের নাম লিখে প্রচার চালাতে দেখা যায় স্থানীয় বিজেপি নেতা কর্মীদের। এরপরই দলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী সিরাজউদ্দিন পাইক। তাঁর বক্তব্য, “আমার নাম লিখছে না, অথচ আইএসএফের সুলতানের নাম লিখছে। আমি শীর্ষ নেতৃত্বকে বিষয়টা জানিয়েছে। আমি তো বিজেপির প্রার্থী, দেওয়ালে আমার নাম লেখা হোক। এটাই তো চাইব।” বিজেপি নেতৃত্বেরও বক্তব্য, ভুল করে হয়ে গিয়েছে। শুধরে নেওয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই মুছে ফেলা হচ্ছে সেই দেওয়াল লিখন। আইএসএফের প্রার্থী সুলতান বৈদ্যের দাবি, ভুলবশত বিজেপি কর্মীরা তাঁর নাম লিখে ফেলেছিলেন। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব।
যদিও এই বিষয়টি নিয়ে ইস্যু করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা রুহুল কুদ্দুস গায়েন বলেন, “ওদের আসলে জোট হয়েছে, লুকিয়ে রেখেছিল। দেওয়াল লিখনেই প্রকাশ পেয়েছে। আসলে বিজেপি সমর্থিত আইএসএফ।”