West Bengal Panchayat Elections 2023: প্রকাশ্যে তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন, ভোট পরবর্তী হিংসায় তপ্ত মগরাহাট

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 29, 2023 | 9:50 AM

West Bengal Panchayat Elections 2023: প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে। নিহতের নাম মইমুর ঘরামি ওরফে ময়না (৪০)।

West Bengal Panchayat Elections 2023: প্রকাশ্যে তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন, ভোট পরবর্তী হিংসায় তপ্ত মগরাহাট
মগরাহাটে 'খুন' তৃণমূল কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

ডায়মন্ডহারবার: ভোট মিটেছে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর থাকার সময়সীমা বেড়েছে। তার মধ্যেও জারি ভোট পরবর্তী হিংসা। প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে। নিহতের নাম মইমুর ঘরামি ওরফে ময়না (৪০)। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। জানা গিয়েছে, ময়না মগরাহাটের অর্জুনপুরের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যাওয়া হয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখনও পর্যন্ত এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে নিহত তৃণমূল সদস্যের বাড়ির কাছাকাছি একদল যুবক ঘোরা ফেরা করছিল। বিষয়টি লক্ষ্য করেছিলেন স্থানীয় বেশ কয়েকজন। বাড়ির বাইরেই ছিলেন ময়না। অভিযোগ, আচমকাই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলিতে জখম হয় নিহতের সঙ্গী সাজাহামাল মোল্লা নামে এক ব্যক্তি। দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মইমুর। দুষ্কৃতীরাও পিছনে ধাওয়া করে। বেশ কিছুটা ধাওয়া করে মইমুরকে ধরে ফেলে।

অভিযোগ, রাস্তায় ফেলে মইমুরকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। এরপরেই চম্পট দেয় দুষ্কৃতী দল। গুলির শব্দ ও আর্তনাদ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে নিয়ে যাওয়া হয় মগরাহাট ব্লক হাসপাতালে। মইমুরের অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মইমুরের। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মগরাহাট বাজারে মইমুরের একটি মোবাইলের দোকান রয়েছে। এছাড়াও জমি জায়গা কেনাবেচার ব্যবসা করতেন মইমুর। আর সেই ব্যবসা সংক্রান্ত কারণেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের তিন বারের জয়ী পঞ্চায়েত সদস্য মইমুর। এবারের পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল থেকে জয়ী হয়েছিলেন তিনি। শনিবার দেহের ময়নাতদন্ত হবে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে।

তবে এই ঘটনার নেপথ্যে সেভাবে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক কারণ জানা যায়নি। এসডিপিও মিতুন দে জানিয়েছেন, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। এলাকায় কয়েকটা চুরির ঘটনার সঙ্গে জড়িত। পুলিশের বক্তব্য, মইনুর এই যুবকের শুধরাতে চেয়েছিলেন। তিনি চুরির প্রতিবাদ করেছিলেন। সেই আক্রোশ ছিল। সঙ্গে জমি-জমা সংক্রান্তও কিছু বিবাদ ছিল। তার থেকেই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Next Article