Bengal Panchayat Election : ‘বাবার সঙ্গে গিয়ে পোড়া গাড়ি দেখে আয়’, বাচ্চা কাঁদলে ভাঙড়ে এভাবেই মন ভোলাচ্ছেন মা

WB Panchayat Polls 2023 : শনিবার সকালে মেলার মাঠে গিয়ে দেখা গেল খেলনা গাড়ির মত একে একে কঙ্কালসার দেহ নিয়ে উল্টে পড়ে আছে পিক আপ ভ্যান, ট্রেকার, অটো, ম্যাটাডোরগুলি। পাহারায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

Bengal Panchayat Election : 'বাবার সঙ্গে গিয়ে পোড়া গাড়ি দেখে আয়', বাচ্চা কাঁদলে ভাঙড়ে এভাবেই মন ভোলাচ্ছেন মা
পোড়া গাড়ি দেখতে বাবার সঙ্গে শিশু।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 7:52 PM

ভাঙড়: তিনদিন আগেই রাজনৈতিক হিংসায় ভাঙড়ে জ্বলেছে গাড়ি। সেই পোড়া গাড়ি দেখিয়ে বাচ্চার মন ভোলাচ্ছেন মা-বাবা। ভাঙড়ের (Bhangar) খেলার মাঠ চত্বরে রাখা দুই পোড়া গাড়ি। যা পঞ্চায়েতের মনোনয়নপর্বের শেষদিনে জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। সেই পোড়া গাড়ি দেখতে স্থানীয় মেলার মাঠে ভিড়। আশপাশের গ্রামের বাচ্চারা আসছে। কোনও বাচ্চা বাড়িতে কান্নাকাটি করলে, মা বলছেন, ‘বাবার সঙ্গে গিয়ে মেলার মাঠে ঘুরে আয়। ওখানে গাড়ি আছে, সেগুলি দেখে আয়।’ বাবা আবার হাতে ধরে বাচ্চাকে নিয়েও আসছেন সেখানে।

এই মুহূর্তে ভাঙড়ের নতুন দ্রষ্টব্যস্থান হয়েছে ভাঙড় মেলার মাঠ। তপ্ত গ্রীষ্মে সকাল বিকাল সেখানেই ভিড় করছেন আম জনতা। শুধু ভাঙড় নয়, ভাঙড়ের বাইরে থেকেও অনেক মানুষ হাজির হচ্ছেন মেলার মাঠে। ফি বছর ভাঙড় পীরের মেলা উপলক্ষে ১৬ চৈত্র বিজয়গঞ্জ বাজারে এই মেলা মাঠে বড় মেলা বসে। নাগরদোলা, মরণ কুয়ো, সার্কাস, খেলনা গাড়ি, ডান্সিং কার, বন্দুক দিয়ে বেলুন ফাটানো সবই চলে। তবে সেই মেলা থেকেও অনেক বেশি রোমহর্ষক ঘটনা ঘটেছে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বোমা-বন্দুকের লড়াই, পুড়েছে গাড়ি। পোড়া গাড়ি দেখতেই মানুষের ভিড় বাড়ছে মাঠে।

শনিবার সকালে মেলার মাঠে গিয়ে দেখা গেল খেলনা গাড়ির মত একে একে কঙ্কালসার কাঠামো নিয়ে উল্টে পড়ে আছে পিক আপ ভ্যান, ট্রেকার, অটো, ম্যাটাডোরগুলি। পাহারায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এদিনও থমথমে ভাঙড়। পুলিশ, নিরাপত্তাবাহিনীতে ছয়লাপ এলাকা। স্ক্রুটিনি চলছিল মনোনয়নের। তাতে কোনও বিশৃঙ্খলা যাতে না হয়, তার জন্য এলাকায় খাকি উর্দিধারীদের সঙ্গে ছিলেন জলপাই ছোপের পোশাকের নিরাপত্তাবাহিনীও। ভাঙড়-২ বিডিও অফিসের একদিকে যেমন মেলার মাঠ, অন্যদিকে কাঠালিয়া চৌমাথা। সেখানেও ছিল বিশাল পুলিশবাহিনী।