Blast: জমিতে কোদালের কোপ মারতেই ভয়ঙ্কর ঘটনা কৃষকের সঙ্গে, কেঁপে উঠল এলাকা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 09, 2023 | 9:00 PM

South 24 Parganas: পঞ্চায়েত ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে।

Blast: জমিতে কোদালের কোপ মারতেই ভয়ঙ্কর ঘটনা কৃষকের সঙ্গে, কেঁপে উঠল এলাকা
জখম কৃষক লিয়াকত লস্কর।

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: বোমা ফেটে (Bomb Blast) জখম হলেন এক কৃষক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মথুরাপুরের লালপুর কাবিলপাড়ায়। বৃহস্পতিবার বোমা ফেটে জখম হন লিয়াকত লস্কর (৫২) নামে ওই প্রৌঢ়। আশঙ্কাজনক অবস্থায় লিয়াকতকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাগানের আল কাটছিলেন লিয়াকত। অভিযোগ, সেইসময় আগাছা ভেবে ঝোপের মধ্যে পড়ে থাকা বোমার উপর কোদাল চালান। এরপরই ভয়াবহ শব্দে কেঁপে ওঠে এলাকা। রক্তে ভাসতে থাকে শরীর। এলাকার লোকজনই তাঁকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর মন্দিরবাজারের ডিএসপি বিশ্বজিৎ নস্কর, মথুরাপুরের আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়।

খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। এলাকায় তল্লাশি শুরু করে তারা। আরও বোমা রাখা হয়েছে কি না তা তন্নতন্ন করে খোঁজে তারা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে দোষারোপ, পাল্টা দোষারোপও।

সুন্দরবন সংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি বাপি হালদারের কথায়, “দুষ্কৃতীরা নিজেদের বাঁচাতে বিভিন্ন জায়গায় এই বোমা রেখে পালাচ্ছে। কারণ, পঞ্চায়েত ভোটের আগে একজন অপরাধীকেও পুলিশ ছাড়বে না। প্রশাসন কঠোর হাতে এ ধরনের অপরাধ দমন করবে।” ইতিমধ্যেই বিজেপির তরফে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে।

মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যোৎ বৈদ্য বলেন, “পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে তৃণমূলের সন্ত্রাস, দৌরাত্ম্য বাড়ছে। গোটা রাজ্যেই এই ছবি। লালপুরেও যা হয়েছে তার পিছনে তৃণমূলের লোকেরা আছে। মাটি খুঁড়ে ওরা মাটির ভিতর বোমা রেখেছে। ওই কৃষক জানতেন না, তিনি জখম হলেন। এভাবেই সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।” যদিও যুবনেতা বাপি হালদার, এই অভিযোগ অস্বীকার করেন। বলেন, “বিরোধিতা করতে হয় বলে এসব কথা বলছে ওরা।”

Next Article