দক্ষিণ ২৪ পরগনা: এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী দুপক্ষের মধ্যেই। তার মধ্যেই রাস্তার ধার থেকে উদ্ধার হল প্রচুর ভোটার কার্ড। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে বাসন্তীর (Basanti) রাস্তার পাশ থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়। বাসন্তীতে রাস্তার পাশে পড়ে রয়েছে প্রচুর ভোটার কার্ড। সকালে স্থানীয় বাসিন্দারাই কাজে যাওয়ার পথে ভোটার কার্ড গুলি রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের কুলতলি বাজার এলাকায় যে রাস্তা দিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে, সেখানে নিত্য মানুষের যাতায়াত। কিন্তু কে বা কারা কখন ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করে। দেখা গিয়েছে ভোটার কার্ডগুলি বেশিরভাগই উত্তর ২৪ পরগনা জেলার। যে সকল ব্যক্তিদের ভোটার কার্ড উদ্ধার হয়েছে, সেগুলি বেশিরভাগই বারাসত, হালিশহর, নৈহাটি, বারাকপুর, বসিরহাট এলাকার।
কিন্তু কোথা থেকে এই কার্ডগুলি এল, তা নিয়ে ধন্দে সবাই। ই ঘটনায় তদন্ত দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতার বক্তব্য, “বাজার সামনে কয়েকশো ভোটার কার্ড পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনার জেলার একাধিক ঠিকানা রয়েছে। কিছুদিন আগেই এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে, এরপর এবার ভোটার কার্ড উদ্ধার হওয়ার বিষয়টা স্বাভাবিক লাগছে না। জঙ্গিযোগের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ প্রশাসন কী করছে, এটাই প্রশ্ন।”
বিডিও সৌগতকুমার সাহা জানান, কী হয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাসন্তীকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বাঁধতে গিয়ে মারাত্মকভাবে আহত হন দুজন। ঘটনার তদন্তে আসে ফরেনসিক টিমও। নেপথ্যে অবশ্য শাসকদলের কোন্দলের তত্ত্বই উঠে এসেছে প্রাথমিকভাবে। বেশ কয়েকজনকে গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে পুলিশ। এরইমধ্যে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।