Jaynagar Lok Sabha Constituency: ‘মোয়া’র স্বাদ পাবেন কে?
Jaynagar Lok Sabha Constituency: বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডলকেই জয়নগরে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক কান্ডারি। এই কেন্দ্রে আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। জয়নগরে এসইউসিআই এবং আইএসএফ-ও প্রার্থী দিয়েছে।
জয়নগর: একসময় ছিল আরএসপি-র গড়। টানা প্রায় ৩০ বছর এই কেন্দ্রের সাংসদ ছিলেন আরএসপি-র সনৎ কুমার মণ্ডল। কংগ্রেস, এসইউসিআই এবং জনতা পার্টি-ও এই কেন্দ্র দখল করেছে। সেই জয়নগর লোকসভা কেন্দ্রে প্রথমবার ঘাসফুল ফোটে ২০১৪ সালে। সেই থেকে কেন্দ্রটি তৃণমূলের দখলে। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনই দখল করে তৃণমূল। একসময়ের গড়ে এখন অনেকটাই পিছনে আরএসপি। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেরুয়া শিবির। চব্বিশের নির্বাচনের দুই ফুলের সঙ্গে টক্কর দিয়ে নিজেদের হারানো ভোট ফিরে পেতে কোমর বেঁধে নেমেছে আরএসপি। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।
জয়নগর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল গোসাবা, বাসন্তী, কুলতলি, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৪৭,৭৬২। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ৩৮.৩ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ৩.২ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৩৫.৮ শতাংশ। গ্রামীণ ভোটার ৮৫.৯ শতাংশ। শহুরে ভোটার ১৪.১ শতাংশ।
২০১৪ সালে জয়নগর লোকসভা কেন্দ্রে আরএসপি-কে হারিয়ে ঘাসফুল ফোটান প্রতিমা মণ্ডল। উনিশের নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে বিজেপি। পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ৩ লক্ষ ১৬ হাজারের বেশি ভোটে হারান প্রতিমা মণ্ডল। দুই ফুলের থেকে অনেকটাই পিছনে ছিল আরএসপি।
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | আরএসপি | বিজেপি | তৃণমূল |
২০১৯ | গোসাবা | ৩,৭১৩ | ৭২,২৩৬ | ১,০১,৫২২ |
২০২১ | গোসাবা | ৪,৮৭১ | ৮২,০১৪ | ১,০৫,৭২৩ |
২০১৯ | বাসন্তী | ১২,৫৩৯ | ৫৬,৯২৭ | ১,১৩,৩৮৪ |
২০২১ | বাসন্তী | ৩৬,৬৮৮ | ৬০,৮১১ | ১,১১,৪৫৩ |
২০১৯ | কুলতলি | ১০,১২৫ | ৭৮,৬৯৫ | ৮৭,১০৬ |
২০২১ | কুলতলি | ২০,০১০ (সিপিএম) | ৭০,০৬১ | ১,১৭,২৩৮ |
২০১৯ | জয়নগর | ৭,৩৭৩ | ৭৩,০৯৫ | ৮৯,৬৭২ |
২০২১ | জয়নগর | ১৭,৩৬৮ (সিপিএম) | ৬৬,২৬৯ | ১,০৪,৯৫২ |
২০১৯ | ক্যানিং পশ্চিম | ১০,৯২৩ | ৭৭,০৫৬ | ১,০২,৪০২ |
২০২১ | ক্যানিং পশ্চিম | ১১,৯০৮ (কংগ্রেস) | ৭৫,৮১৬ | ১,১১,০৫৯ |
২০১৯ | ক্যানিং পূর্ব | ৭,৩৭৫ | ২৩,৭২৪ | ১,৬৬,৮৯৭ |
২০২১ | ক্যানিং পূর্ব | ৬৯,২৯৪ (ISF) | ৩৪,৫০৩ | ১,২২,৩০১ |
২০১৯ | মগরাহাট পূর্ব | ১৫,৮৩২ | ৬২,৩০৭ | ৯৯,৯৫১ |
২০২১ | মগরাহাট পূর্ব | ৩৩,৮২২ (সিপিএম) | ৫৬,৮৬৬ | ১,১০,৯৪৫ |
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
একুশের বিধানসভা নির্বাচনে জয়নগর লোকসভার সাতটি বিধানসভা আসনেই জয়লাভ করে তৃণমূল। গোসাবায় জয়ী হন জয়ন্ত নস্কর। তৃণমূলের টিকিটে বাসন্তীতে জেতেন শ্যামল মণ্ডল। কুলতলিতে ঘাসফুল ফোটান গণেশ চন্দ্র মণ্ডল। জয়নগরে জয়ী হন তৃণমূলের বিশ্বনাথ দাস। ক্যানিং পশ্চিমে জেতেন পরেশরাম দাস। তৃণমূলের টিকিটে ক্যানিং পূর্বে জয়ী হন শওকত মোল্লা। আর মগরাহাট পূর্বে জেতেন ঘাসফুল প্রার্থী নমিতা সাহা।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৩৩ শতাংশ ভোট। তৃণমূল ৫৬.৬ শতাংশ ও আরএসপি ৫ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ২৯.৮ শতাংশ ভোট। তৃণমূল ৫২.৪ শতাংশ, সিপিএম ৪.৮ শতাংশ ও আরএসপি ২.৮ শতাংশ ভোট পায়।
চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?
বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডলকেই জয়নগরে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক কান্ডারি। এই কেন্দ্রে আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল। জয়নগরে এসইউসিআই এবং আইএসএফ-ও প্রার্থী দিয়েছে। জয়নগরে মোয়ার স্বাদ কে পাবেন? ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।