Mamata on Modi: ‘ভেবেছিলাম কন্যাকুমারী ঘুরে আসব… বলব না’, কেন পরিকল্পনা বাতিল, কী বললেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 29, 2024 | 4:34 PM

Mamata on Modi: মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তোলেন, কেন ধ্যানে বসবেন মোদী, আর সেটা কেন সংবাদমাধ্যমে রাখা হবে। কেন এ বিষয়ে কেউ প্রতিবাদ করেন না, সেই প্রশ্নও তোলেন তিনি।

Mamata on Modi: ভেবেছিলাম কন্যাকুমারী ঘুরে আসব... বলব না, কেন পরিকল্পনা বাতিল, কী বললেন মমতা
মোদীর ধ্যান নিয়ে সরব মমতা
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

বারুইপুর: লোকসভা নির্বাচনের আর মাত্র এক দফা ভোট বাকি। আর ভোট শেষ হলেই ধ্য়ানে বসবেন নরেন্দ্র মোদী। সম্প্রতি প্রধানমন্ত্রীর এই পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভোট শেষ হওয়ার পর মোদী যাবেন তামিলনাড়ুর কন্যাকুমারীতে। সমুদ্রের মাঝে বিবেকানন্দ রকে বসে ধ্যান করবেন তিনি। ঠিক যেমন ২০১৯-এর লোকসভা ভোটের পর কেদারনাথের গুহায় ধ্য়ানমগ্ন হয়েছিলেন তিনি। মোদীর এই পরিকল্পনা নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর কন্যাকুমারী যাওয়ার কথা ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তোলেন, কেন ধ্যানে বসবেন মোদী, আর সেটা কেন সংবাদমাধ্যমে রাখা হবে। কেন এ বিষয়ে কেউ প্রতিবাদ করেন না, সেই প্রশ্নও তোলেন তিনি। মমতা বলেন, “ধ্যান করলে কেউ ক্যামেরা নিয়ে ধ্যান করে? প্রত্যেকবার শেষ ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে থাকে। আর দেখায় ধ্যান করছেন। পুরো জায়গাটা এয়ার কন্ডিশন বানিয়ে নেন।”

এদিকে, আক্ষেপ করে মমতা বলেন, ভেবেছিলাম একবার কন্যাকুমারী ঘুরে আসব। ভেবেছিলাম কিছু বলবা না। ওমা দেখি আগে থেকেই সেটা আরএসএস দখল করে বসে আছে। তিনি আরও বলেন, “সমুদ্রের মাঝে একটা সুন্দর জায়গা। ওখানে মানুষ যায়। ওখানে অন্য লোকেরা ধ্যান করবে, উনি কেন ধ্যান করবেন?” এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন মমতা।

২০১৪ সালে ভোটের পর মোদী গিয়েছিলেন শিবাজীর প্রতাপগড়ে। ২০১৯-এ তাঁকে কেদারনাথের এক গুহায় ধ্যান করতে দেখা গিয়েছিল। আর এবার তিনি ধ্যান করবেন তামিলনাড়ুর কন্যাকুমারীতে।

Next Article