কাকদ্বীপ: ভয়াবহ ছবি এ বাংলায়। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের অনুমান করে এক মহিলাকে খুঁটিতে বাঁধা হল প্রথমে। তারপর ভরা রাস্তায় সকলের সামনে বিবস্ত্র করে মারধর। নির্যাতন এতটাই চরমে উঠল, তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিতেও হাত কাঁপল না অভিযুক্তদের। এখানেই শেষ নয়, একই সঙ্গে মাথা ন্যাড়া করা হল মহিলার। সব শেষে সেই ঘটনা ভিডিয়ো করে ভাইরাল করার অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় গ্রেফতার ৪ জন। নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি চিকিৎসাধীন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার হারুউড পয়েন্ট উপকূল থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা মহিলার সঙ্গে প্রতিবেশী এক যুবকের বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগ উঠেছিল। সপ্তাহখানেক আগে ওই যুবক আত্মঘাতী হয়। মৃতের পরিবারের অভিযোগ, মহিলার প্ররোচনায় আত্মহত্যা করতে বাধ্য হন ওই যুবক। এরপর গত ৩ তারিখ বিকেলে মৃত যুবকের পরিবার চড়াও হয় মহিলার বাড়িতে। অভিযোগ, বাড়ি থেকে বের করে এনে প্রকাশ্যে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে বিবস্ত্র করে চলে মারধর। কামিয়ে দেওয়া হয় মাথা। গোপনাঙ্গে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। বিবস্ত্র অবস্থার ছবি তুলে ভাইরাল করে দেয় অভিযুক্তরা। এমনকী, প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদেরও মারধর করে অভিযুক্তরা। রাতেই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেদিন থেকেই কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
এ প্রসঙ্গে নিগৃহীতার স্বামী যদিও বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, “ওরা দলবল নিয়ে আমার স্ত্রীর সঙ্গে যা নয় তাই করেছে। ওকে টানতে-টানতে বাইরে বের করে এনে সায়া-ব্লাউজ-শাড়ি ছিঁড়ে দিয়েছে। মাথার চুল ন্যাড়া করে দিয়েছে। গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়েছে। আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। কয়েকদিন আগে ওদের পারিবারিক ব্যাপারে ওদের ছেলে আত্মহত্যা করেছে। কিন্তু ওদের বাড়ির ঝামেলায় কেন আমার স্ত্রীর সঙ্গে এই অত্যাচার করবে তা বুঝতে পারছি না।”