বাসন্তী : সাতসকালে উদ্ধার হল মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ। শনিবার সকালে ওই দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মহিলার ধড় দেখতে পেলেও মাথা দেখা যায়নি প্রথমে। পরে দেখা যায় নয়ানজুলিতে পড়ে রয়েছে দেহ থেকে বিচ্ছিন্ন করা সেই মাথা। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা এলাকার উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙি এলাকায়। এ দিন সকালে স্থানীয় অটোস্ট্যান্ড লাগোয়া মাঠে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতার নাম তমিনা সর্দার (২৮)। মাস কয়েক আগেই বিয়ে হয়েছিল তাঁর।
এলাকাবাসীর কাছ থেকে মহিলার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বাসন্তী থানার পুলিশ। ভিড় জমান গ্রামবাসীরাও। দেখা যায়, যে জমিতে মহিলার মৃতদেহ পড়ে রয়েছে সেখান থেকে একটু দূরে মুণ্ডটি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে ধারাল অস্ত্র দিয়ে দেহ থেকে মুণ্ডটি কেটে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে ওই মহিলাকে খুন করা হল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, সাত মাস আগে এলাকার বাসিন্দা জাকির মোল্লার সঙ্গে বিয়ে হয় তমিনার। তমিনা জাকিরের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকেই অশান্তি শুরু করেন জাকিরের প্রথম স্ত্রী হামিদা। তাই বাধ্য হয়ে তমিনা বাপের বাড়িতে থাকতেন ও জরির কাজ করতেন বলে দাবি পরিবারের। মৃতার দাদার অভিযোগ, যেখানে তমিনা জরির কাজ করতেন, সেখান থেকে ভোর বেলা তাঁকে ডেকে নিয়ে গিয়ে মাঠের মাঝখানে মাথা কেটে খুন করা হয়েছে এবং মাথাটি জলে ফেলে দেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবি জানান মৃতের পরিবারের সদস্যরা। এখনও পর্যন্ত তমিনার স্বামী বা শ্বশুরবাড়ির পরিবারের কাউকে আটক করা হয়নি। তবে তমিনার পরিবার বলছে, এই খুনের পিছনে রয়েছেন তমিনার স্বামী ও তাঁর প্রথম স্ত্রী।