Murder Case: চুপি-চুপি সেরেছিলেন দ্বিতীয় বিয়ে, স্ত্রী জেনে যেতেই গলার নলি কেটে দিল স্বামী

Shuvendu Halder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 25, 2024 | 12:31 PM

Woman Murder: জানা গিয়েছে, বছর পাঁচেক আগে রায়দিঘির পূর্ব শিকারপুরের বাসিন্দা শুকদেবের সঙ্গে বিয়ে হয় সাগরের পাখিরালার বাসিন্দা অনিমার। দম্পতির বছর চারেকের সন্তানও আছে। মৃতের পরিবারের দাবি, এর মধ্যেই কাউকে না জানিয়ে চুপিচুপি দু'বছর আগে শুকদেব দ্বিতীয় বিয়ে করেন।

Murder Case: চুপি-চুপি সেরেছিলেন দ্বিতীয় বিয়ে, স্ত্রী জেনে যেতেই গলার নলি কেটে দিল স্বামী
স্ত্রীকে খুন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সাগর (দক্ষিণ ২৪ পরগনা): এক সন্তানের পরও স্বামীর দ্বিতীয় বিয়ে। যা মেনে নিতে পারেননি প্রথম পক্ষের স্ত্রী। সেই নিয়ে হামেশাই স্বামীর সঙ্গে বিবাদ লেগে থাকত। দিনের পর দিনের অশান্তি শেষে এমন ভয়াবহতায় পৌঁছে যাবে তা হয়ত কেউ বুঝেই উঠতে পারেনি। ঘুমের মধ্যেই স্ত্রীর গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের পাখিরালা এলাকায়। মৃত মহিলার নাম অনিমা মণ্ডল নাইয়া (২৫)। খুনের পর সাইকেলে চড়েই গা ঢাকা অভিযুক্ত স্বামী শুকদেব নাইয়ার।

জানা গিয়েছে, বছর পাঁচেক আগে রায়দিঘির পূর্ব শিকারপুরের বাসিন্দা শুকদেবের সঙ্গে বিয়ে হয় সাগরের পাখিরালার বাসিন্দা অনিমার। দম্পতির বছর চারেকের সন্তানও আছে। মৃতের পরিবারের দাবি, এর মধ্যেই কাউকে না জানিয়ে চুপিচুপি দু’বছর আগে শুকদেব দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানির পর অনিমা ও শুকদেবের মধ্যে বিবাদ পৌঁছয় চরমে। অভিযোগ, অনিমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে। একমাত্র সন্তানকে নিয়ে সাগরে বাপের বাড়িতে এসে ওঠেন অনিমা। অপরদিকে, ছেলেকে কাছে রাখার বাহানায় সাগরে এক আত্মীয়র বাড়িতে এসে ওঠেন শুকদেবও। মৃতের পরিবারের দাবি, সেখান থেকেই অনিমার উপর নজর রাখা শুরু

এরপর আজ সকালে অনিমা বাপের বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, সেই সুযোগেই কাজে লাগায় অভিযুক্ত। ঘরে ঢুকে ঘুমন্ত অনিমাকে কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে শুকদেব। এরপর গলার নলি কেটে খুন করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি জানতে পারেন এলাকাবাসী।খবর পেয়ে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, খুনের পরিকল্পনা আগে থেকেই ছিল শুকদেবের মাথায়। তাই ধারালো কাটারি কিনে রেখেছিল সে।

Next Article