দক্ষিণ দিনাজপুর: ভোট আবহে সরগরম রাজ্য রাজনীতি। দ্বিতীয় দফার ভোটের আগেই সোমবার রাতে মাদারগঞ্জে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির (BJP) ওবিসি মোর্চার জেলা সভাপতি রিন্টু সাহার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আক্রান্ত বিজেপি (BJP) পদকর্তার অভিযোগ, অনেকদিন ধরেই তাঁকে ‘টার্গেট’ করা হচ্ছিল। সোমবার রাতে দলীয় কাজ সেরে ফেরার পথে, তপন বিধানসভা ও কুমারগঞ্জ বিধানসভার মাঝামাঝি কুমারগঞ্জ এলাকায় রিন্টুবাবুর উপর আচমকা হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। লাঠি দিয়ে মারধর করার পাশাপাশি রিন্টুবাবুকে প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। এলাকাবাসীরাই রিন্টুবাবুকে হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে তাঁকে দেখতে যান, তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বুধরাই টুডু। মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর, পাতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি নেতা।
গেরুয়া শিবিরের এই অভিযোগ মানতে নারাজ ঘাসফুল (TMC) শিবির। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, ‘বিজেপির একটা বদ অভ্যেস হয়ে যাচ্ছে কিছু হলেই তৃণমূলের দিকে আঙুল তোলা। এই ভাবে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব আড়াল করতে চাইছে। এই হামলার ঘটনায় তৃণমূল কোনওভাবেই জড়িত নয়।’
আরও পড়ুন: পাদ্রী কুঠি কাণ্ডে গ্রেফতার তিন বিজেপি কর্মী, প্রতিবাদে থানা ঘেরাও গেরুয়া শিবিরের