নীল-সাদায় মিশেছে লাল, সিলিংয়ে বনবন করে ঘুরছে সবুঝ পাখা! CPIM-র পার্টি অফিসের এ কেমন দশা?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 03, 2022 | 12:43 PM

CPIM party office: ঘরে প্রয়াত সিপিএম নেতাদের ছবি টাঙানো রয়েছে সাদা দেওয়ালে, আলমারির রঙও নীল। শুনতে অবাক লাগলেও এই ছবি দেখা গিয়েছে হুগলির সিপিএমের পার্টি অফিসে। একি পরিবরর্তন হল সিপিএমের?

নীল-সাদায় মিশেছে লাল, সিলিংয়ে বনবন করে ঘুরছে সবুঝ পাখা! CPIM-র পার্টি অফিসের এ কেমন দশা?
প্রতীকী ছবি

Follow Us

হুগলি: বেজেছে পঞ্চায়েত ভোটের (Panchayet) দামামা। এদিকে তার আগে গোটা রাজ্যজুড়েই হারানো মাটি ফিরে পেতে নতুন উদ্যোমে মাঠে নেমেছে বাম(Left) ব্রিগেড। কিন্তু, বামেদের পার্টি অফিসে সবুজের ছোঁয়া? সিলিংয়ে বনবন করে ঘুরছে সবুজ পাখা। ঘরে প্রয়াত সিপিএম(CPIM) নেতাদের ছবি টাঙানো রয়েছে সাদা দেওয়ালে, আলমারির রঙও নীল। শুনতে অবাক লাগলেও এই ছবি দেখা গিয়েছে হুগলির শ্রীরামপুরে সিপিএমের পার্টি অফিসে। একি পরিবরর্তন হল সিপিএমের? তবে কী লাল ছেড়ে নীল-সাদায় মন মজেছে বঙ্গ বামের? উঠছে প্রশ্ন। তবে, হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ মনে করেন, “এতে দোষের কিছু নেই। প্রকৃতিও তো সবুজ”। তাঁর কথায়, “যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাতে সবাইকে সবুজে থাকতে হবে। আর নীল সাদা তো মারাদোনার আর্জেন্টিনার রঙ। মারাদোনা বামপন্থী ছিলেন তাই নীল-সাদা আমাদের প্রিয় রঙ”।

সিপিআইএম জেলা সম্পাদক আরও বলেন, “আমার তো গেরুয়া জামাও আছে। প্রাক্তন জেলা সম্পাদক সূদর্শন রায়চৌধুরী গেরুয়া পাঞ্জাবি পরতেন। আসলে সিপিআইএম রঙ নিয়ে পক্ষপাতদুষ্ট নয়”। এদিকে তৃণমূলের মিটিংয়ে সবুজ চেয়ার সবুজ ম্যাটের সমাহার দেখা যায়। শ্রীরামপুর কুমিরজলা রোডে তিনতলা জেলা অফিস রয়েছে সিপিএমের। সেখানে অবশ্য সব চেয়ারই লাল। 

এদিকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক দিলীপ যাদব অবশ্যে এতে খারাপ কিছু দেখছেন না। তিনি বলেন, “একটা রঙ দিয়ে রাজনৈতিক দল চেনা যায় না। আমরা তৃণমূল সবুজের পক্ষে। বামপন্থীরা নীল সাদাকে কটাক্ষ করে অনেক কথা বলতেন। এখন তারা যদি নীল সাদা বা সবুজ করেন তাতে অসুবিধা নেই। রাজনীতির উর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবাই চলে আসছেন। অন্য রাজনৈতিক দলের ভোটাররা চলে এসেছেন। আগামী দিনে উন্নয়নের পক্ষে থাকতে গেলে তৃণমূলে আসতে হবে।বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, “২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সিপিআইএম এর চটিতে পা গলিয়েছিল।আর এখন সিপিআইএম এর অস্তিত্ব বিপন্ন তাই তৃণমূলকে আপন করে নিচ্ছে”।

Next Article