কলকাতা: কোভিড (COVID19) মোকাবিলায় রাজ্যে বেশ কিছু নতুন হাসপাতাল তৈরি হয়েছিল নতুন হাসপাতাল। অধিগ্রহণ করা হয়েছিল একাধিক বেসরকারি হাসপাতালও (Private Hospitals)। সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় তার মধ্যে বেশ কিছু হাসপাতালে ফের চালু করা হয়েছিল নন-কোভিড পরিষেবা।
রাজ্যের দৈনিক বুলেটিনে আক্রান্তের সংখ্যা নতুন করে বৃদ্ধি পাওয়ায় আট জেলায় ন’টি হাসপাতালে কোভিড পরিষেবা চালু রাখার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর।
দার্জিলিং, বসিরহাট স্বাস্থ্য জেলা, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর মিলিয়ে মোট ৩৭৮টি বেড চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের দৈনিক করোনা বুলেটিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি শুধু হয়নি। প্রায় প্রতিটি জেলায় আক্রান্তের হদিস মেলায় ফের লাল কালির দাগ পড়তে শুরু করেছে। যার প্রেক্ষিতে আপাতত সে ভাবে রোগী না থাকলেও কোভিড হাসপাতাল সচল রাখার বিজ্ঞপ্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
কোন জেলায় কোন হাসপাতালে কোভিড পরিষেবা, সেই তালিকা এক নজরে
জেলা: দার্জিলিং
হাসপাতাল: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
জেনারেল বেড: ৮০
এইচডিইউ বেড: ৩০
মোট শয্যা: ১১০
জেলা: বসিরহাট স্বাস্থ্যজেলা
হাসপাতাল: বসিরহাট জেলা হাসপাতাল
জেনারেল বেড: ২০
এইচডিইউ বেড: ১০
মোট শয্যা: ৩০
জেলা: নদিয়া
হাসপাতাল: শক্তিনগর ক্যাম্পাস, নদিয়া জেলা হাসপাতাল
জেনারেল বেড: ৩০
এইচডিইউ বেড: ৩০
মোট শয্যা: ৬০
জেলা: বীরভূম
হাসপাতাল: সিউড়ি জেলা হাসপাতাল
জেনারেল বেড: ৩০
এইচডিইউ বেড: ২০
মোট শয্যা: ৫০
জেলা: পশ্চিম বর্ধমান
হাসপাতাল: দুর্গাপুর মহকুমা হাসপাতাল
জেনারেল বেড: ০
এইচডিইউ বেড: ২০
মোট শয্যা: ২০
জেলা: পশ্চিম বর্ধমান
হাসপাতাল: আসানসোল জেলা হাসপাতাল
জেনারেল বেড: ৩২
এইচডিইউ বেড: ১৪
মোট শয্যা: ৪৬
জেলা: কোচবিহার
হাসপাতাল: দিনহাটা মহকুমা হাসপাতাল
জেনারেল বেড: ২০
এইচডিইউ বেড: ১২
মোট শয্যা: ৩২
জেলা: আলিপুরদুয়ার
হাসপাতাল: আলিপুরদুয়ার জেলা হাসপাতাল
জেনারেল বেড: ০
এইচডিইউ বেড: ১৫
মোট শয্যা: ১৫
জেলা: উত্তর দিনাজপুর
হাসপাতাল: রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল
জেনারেল বেড: ৫
এইচডিইউ বেড: ১০
মোট শয্যা: ১৫
গ্রাফিক কার্ড আউট