মমতা-ত্বহার আধঘণ্টার বৈঠক, ভোটের আগেই ফুরফুরা শরীফে যেতে পারেন নেত্রী

ঋদ্ধীশ দত্ত | Edited By: arunava roy

Feb 26, 2021 | 1:36 PM

২০১১ সালে রাজ্যপাট পরিবর্তনের সময় থেকে শুরু করে একাধিক সময়েই ত্বহা সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থেকেছেন। মাঝে যদিও সম্পর্কের বিচ্ছেদ ঘটে। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর সঙ্গে ত্বহার যোগাযোগ ছিল বলে জানা যায়।

মমতা-ত্বহার আধঘণ্টার বৈঠক, ভোটের আগেই ফুরফুরা শরীফে যেতে পারেন নেত্রী
অলংকরণ- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগেই একবার হুগলির ফুরফুরা শরীফে (Furfura Sharif) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন নবান্নে নেত্রীর সঙ্গে এক বৈঠকের পর এমনটাই ইঙ্গিত দিয়েছেন ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)।

সূত্রের খবর, বৃহস্পতিবার সারাদিন যখন মমতার ‘স্কুটি-যাত্রা’ নিয়ে সংবাদ মাধ্যম সরগরম, ঠিক তখনই বিকেল ৪টে নাগাদ নবান্নে আধঘণ্টার মতো বৈঠক করেন ত্বহা সিদ্দিকি ও তৃণমূল সুপ্রিমো। সেখানেই মমতা আশ্বাস দিয়েছেন, বিধানসভা ভোটের আগেই তিনি যেতে পারেন ফুরফুরা শরীফে। এমনটাই দাবি ত্বহার। রাজনীতিতে পীরজাদা আব্বাস সিদ্দিকির আগমন  কিছুটা হলেও ভাঁজ ফেলেছে শাসক শিবিরের কপালে। পর্যবেক্ষকদের মতে, তাঁর একরোখা তৃণমূল বিরোধিতা আরও বড় চিন্তার কারণ হয়ে উঠছে। এই অবস্থায় মমতার সম্ভাব্য সফর ঘিরে শুরু হয়েছে চর্চা।

বিশেষত আগামী ৬, ৭, ৮ মার্চ; এই তিনদিন ফুরফুরা শরীফে ধর্মসভা রয়েছে। সে বিষয়ে কথা বলতে এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে আজ নবান্নে এসেছিলেন ত্বহা। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওই ধর্মীয় সভা চলাকালীন তিনি ৯৯ শতাংশ যাওয়ার চেষ্টা করবেন। যদি সেই সময় একান্তই না যেতে পারেন, তাহলে ভোটের আগে অবশ্যই একবার তিনি ফুরফুরা শরীফে যাবেন প্রার্থনা করতে।

আরও পড়ুন: মালদায় যোগী-শাহর সভা মার্চের শুরুতেই! দিলীপের জন্য কপ্টার আসছে রাজ্যে

২০১১ সালে রাজ্যপাট পরিবর্তনের সময় থেকে শুরু করে একাধিক সময়েই ত্বহা সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থেকেছেন। মাঝে যদিও সম্পর্কের বিচ্ছেদ ঘটে। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর সঙ্গে ত্বহার যোগাযোগ ছিল বলে জানা যায়। ফলে ত্বহার তৃণমূলে পাশে থাকা নিয়ে কোথাও একটা দোদুল্যমানতা ছিল। তবে আব্বাস সিদ্দিকি যখন বাম-কংগ্রেসের সঙ্গে জোট করেই নির্বাচনে নামার বিষয়ে প্রায় মনস্থির করে ফেলেছেন, তখন তৃণমূল নেত্রী ফুরফুরা শরীফে যান কিনা সেই নিয়ে রাজনৈতিক মহলের আগ্রহ আরও বেড়ে গেল।

আরও পড়ুন: এ বার যে কোনও জায়গায় চলে যাব…খুঁজে বেড়াবে, আমাকে কোথায় পাবে কোনও ঠিক নেই: মমতা

Next Article