তুফানগঞ্জ: ফের বিস্ফোরক উদয়ন গুহ। এবার সরাসরি বিজেপির বিধায়ককে ‘ডাকাতির কেসের জেল খাটা আসামি’ বলে অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী (Udayan Guha)। রবিবার বিকালে তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বালাভূত গ্রাম পঞ্চায়েতে কর্মী সম্মেলনে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই সম্মেলন থেকেই তিনি সরাসরি বিজেপি বিধায়ক (BJP MLA) তথা বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের বিরুদ্ধে মুখ খুললেন। তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে।
এদিন প্রকাশ্য কর্মী সম্মেলন থেকে পুরোনো ইতিহাস টেনে উদয়ন গুহ বলেন, “সালটা ১৯৯৫, সে সময় তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি। বিজেপিরও পশ্চিমবঙ্গের উপর তখন প্রভাব ছিল না। সে সময় দিনহাটা-২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে সেন্ট্রাল ব্যাঙ্কে ডাকাতির কেসে জেল খেটেছেন বর্তমান বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। এখনও কোর্টে কেস চলছে। এইসব ডাকাতরা ক্ষমতায় এলে মানুষের রাতের ঘুম উড়িয়ে দেবে। তাই এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।”
এদিন গরু পাচারের অভিযোগ নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, “বীরভূমের অনুব্রত মণ্ডল গরু পাচারের অভিযোগে সিবিআই জেলবন্দি করেছে। সেই উঁচু উঁচু গরু সব হরিয়ানার। সেখানকার শাসক বিজেপি।” এর জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের গ্রেফতার করারও দাবি জানিয়েছেন উদয়ন গুহ।
প্রসঙ্গত, সম্প্রতি সাগরদিঘি উপ-নির্বাচনের ফলাফল ঘোষণার পর বালাভূত গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের এক সদস্য সমেত বহু সংখ্যালঘু মানুষ সিপিএমে যোগদান করে। এরপর থেকেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে তৎপর হয়ে ওঠে জেলা তৃণমূল নেতৃত্ব। তার প্রেক্ষিতেই জেলার নেতাদের উপস্থিতিতে মন্ত্রী উদয়ন গুহ এই কর্মী সম্মেলন করেন বলে জানা গিয়েছে। যদিও বিজেপির তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।