যদি হুঁশ ফেরে! টিফিনের টাকা জমিয়ে পথচারীদের মাস্ক বিলি পড়ুয়াদের

ঋদ্ধীশ দত্ত |

Mar 26, 2021 | 12:09 AM

ভোটের আবহে মেতে উঠেছে মানুষ। ছিকেয় উঠেছে কোভিড বিধি। ফলে ফের শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। সচেতনতায় রাস্তায় নেমে প্রচার করতে হাতে গোনা দু-একটি সংগঠন বাদে তেমন ভাবে দেখা যাচ্ছে না বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে।

যদি হুঁশ ফেরে! টিফিনের টাকা জমিয়ে পথচারীদের মাস্ক বিলি পড়ুয়াদের
নিজস্ব চিত্র

Follow Us

জলপাইগুড়ি: করোনা (Coronavirus) দ্বিতীয় ঢেউ যে ভারতেও ধাক্কা মেরেছে তা নিয়ে আর কোনও সন্দেহ নেই। তরতরিয়ে বাড়ছে সংক্রমণের হার। বৃহস্পতিবার নতুন করে ৫০০-র বেশি ব্যক্তি করোনা পজিটিভ ধরা পড়েছেন। কিন্তু মানুষের সচেতনতা যেন উধাও হতে বসেছে। বেশিরভাগ মানুষই ছেড়েই দিয়েছেন মাস্ক পরা। এই পরিস্থিতিতে জনসাধারণকে সচেতন করতে নিজেদের সামান্য টিফিনের খরচও বিসর্জন দিচ্ছে পড়ুয়ারা। সেই টাকায় মাস্ক কিনে তা পথচারীদের মধ্যে বিলি করল তারা।

ভোটের আবহে মেতে উঠেছে মানুষ। ছিকেয় উঠেছে কোভিড বিধি। ফলে ফের শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। সচেতনতায় রাস্তায় নেমে প্রচার করতে হাতে গোনা দু-একটি সংগঠন বাদে তেমন ভাবে দেখা যাচ্ছে না বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে।

তাই বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করতে এ বার জলপাইগুড়ি শহরের পথে নামলো ছাত্র সমাজ। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় পথ চলতি মানুষের মধ্যে করোনা সচেতনতা প্রচারের পাশাপাশি মাস্ক বিলি করে তারা। একই সঙ্গে প্রচণ্ড গরমে পথচলতি মানুষকে সাময়িক আরাম দিতে খাওয়ানো হয় গ্লাস ভর্তি গ্লুকোজের শরবত। এভাবেই দিনভর জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করল শহর জলপাইগুড়ি ফাউন্ডেশন নামে স্কুল পড়ুয়াদের একটি সংগঠন।

আরও পড়ুন: মতুয়া মন পেতেই কি মোদীর বাংলাদেশ সফরে গন্তব্য ওড়াকান্দি?

সংগঠনের সদস্য স্নেহাশিস চৌধুরী বলেন, “করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। কিন্তু মানুষ অসচেতন হয়ে পড়েছে। স্বাস্থ্য বিধি মানছে না। মাস্ক পড়ছে না। তাই আমরা স্কুল পড়ুয়ারা মিলে আমাদের টিফিনের খরচ বাচিয়ে মাস্ক ও গ্লুকোজ কিনেছি। মাস্কবিহীন মানুষের মধ্যে সচেতনতা প্রচার করার পাশাপাশি তাদের মধ্যে মাস্ক বিলি করলাম।”

আরও পড়ুন: কত শতাংশ মুসলিম ভোট দিতে পারেন বিজেপিকে? মমতার পক্ষে হিন্দুদের সমর্থন কতটা?

Next Article