স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে মোদী, ঢাকা জুড়ে কড়া নিরাপত্তা
২০১৯ সালে বাংলায় বিজেপির রথ ছোটানোর পিছনে অন্যতম ছিল মতুয়াদের ভোট।
কলকাতা: বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন তথা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবর্ষ উদযাপনে বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ মার্চ বাংলাদেশে পা রাখবেন মোদী। এর আগে মোদী বাংলাদেশে গিয়েছিলেন ২০১৫ সালের জুলাই মাসে। তখন ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন মোদী। এ বার ঢাকেশ্বরী মন্দিরে মোদী যাবেন কি না তা নিয়ে সন্দেহ থাকলেও মোদীর ওড়াকান্দি যাওয়া কার্যত নিশ্চিত। ২৭ মার্চ মোদীর ওড়াকান্দি যাওয়ার কথা। আর সে দিনই বঙ্গে প্রথম দফার নির্বাচন। তাই মোদীর বাংলাদেশ সফরে মতুয়া যোগ দেখছেন বিশ্লেষকরা।
২০১৯ সালে বাংলায় বিজেপির রথ ছোটানোর পিছনে অন্যতম ছিল মতুয়াদের ভোট। উত্তর ২৪ পরগনা, নদিয়া তো বটেই, আরও কয়েকটি জেলায় গেরুয়া শিবিরের জয় সুনিশ্চিত করেছিল মতুয়া-ভোট। সেই ভোট যাতে কোনও ভাবেই হাতছাড়া না হয়, তার জন্য চেষ্টার কসুর করছে না বিজেপি। মতুয়া ধর্মের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি যাওয়া তেমনই এক মাস্টারস্ট্রোক,এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মোদীর বাংলাদেশ সফর ঘিরে ঢাকায় কার্যত সাজো সাজো রব। ঢাকার রাস্তা ঢেকেছে ভারত ও বাংলাদেশের পতাকায়। তার সঙ্গে শেখ মুজিবের ছবি। ২৬ তারিখ ঢাকা পৌঁছে পরের দিন হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদী। ২৭ তারিখ সকালে প্রথমে মোদীর কপ্টার নামবে সাতক্ষীরার শ্যামনগরে। সেখানে ঈশ্বরীপুরে যশোরেশ্বরীর মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর ওড়াকান্দিতে মতুয়াদের মন্দিরে যাবেন মোদী। বনগাঁর সাংসদ, মতুয়া ঠাকুরবাড়ির উত্তরাধিকারী শান্তনু ঠাকুর সেখানে থাকতে পারেন। শান্তনু নিজে বিজেপির সাংসদ। তাঁর ভাই সুব্রতও এ বার বিজেপির প্রার্থী হয়েছে। ওড়াকান্দির সফরের পর মতুয়াদের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে, মনে করছে রাজনৈতিক মহল।
বঙ্গে মতুয়া ভোট ফ্যাক্টর: পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন ২৯৪। প্রায় ৭ কোটি ৩৩ লক্ষ ভোটারের মধ্যে মতুয়া ভোটার ১ কোটিরও বেশি। মতুয়া ভোটারদের প্রভাব প্রায় ৬০ বিধানসভা আসনে। কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ-সহ কয়েকটি কেন্দ্রে মতুয়া ভোটই নির্ণায়ক। গাইঘাটায় বিজেপি প্রার্থী মতুয়াবাড়ির সুব্রত ঠাকুর। বনগাঁ উত্তরেও শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ অশোক কীর্তনিয়া বিজেপির প্রার্থী। তাই বঙ্গে মতুয়া মন পেতেই নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে ওড়াকান্দি, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের।
আরও পড়ুন: মোদীর সফরের আগে বাংলাদেশে বিক্ষোভ, চলল বুলেট