মোদীর সফরের আগে বাংলাদেশে বিক্ষোভ, চলল বুলেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের দাবি, তাদের অর্থাৎ বাম সংগঠনের বিক্ষোভে রাত ৮ টার দিকে হামলা চালিয়েছে ছাত্রলিগের নেতারা।

মোদীর সফরের আগে বাংলাদেশে বিক্ষোভ, চলল বুলেট
ফাইল ছবি। পিটিআই
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 11:08 PM

ঢাকা: ২৬ মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর ঘিরে ঢাকা জুড়ে যেমন সাজো সাজো রব, তেমনই মোদী বিরোধী বিক্ষোভও দেখা গেল বাংলাদেশের রাজধানীতে। সেই আন্দোলনের ওপর রবার বুলেট ছোড়ে পুলিশ। পাশাপাশি ফাটে কাঁদানে গ্যাসের সেলও। সে দেশের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, মোদী সফরের বিরোধিতা করে মূল প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিল বাম সংগঠনগুলি। সেই বিক্ষোভে হামলা হয় বলেও অভিযোগ।

যদিও পুলিশ জানিয়েছে আন্দোলনকারীরা তাদের ওপর পাথর ছোড়ে। যার ফলে ৪ জন পুলিশকর্মী আহত হন। পাল্টা বিক্ষোভ ঠেকাতে পদক্ষেপ করে পুলিশ। পুলিশ আধিকারিক সাইদ নুরুল ইসলাম জানিয়েছেন, আন্দোলনকারীকে রুখতে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ব্যবহার করতে হয়েছে। ৩৩ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। যদিও বিন ইয়ামিন মোল্লা নামে এক আন্দোলনকারী জানিয়েছেন, ৪০ জন আহত হয়েছেন যার মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের দাবি, তাদের অর্থাৎ বাম সংগঠনের বিক্ষোভে রাত ৮ টার দিকে হামলা চালিয়েছে ছাত্রলিগের নেতারা। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাত ৮ টার দিকে তাঁদের মশান মিছিলে হামলা করে ছাত্রলিগ। ২৬ তারিখ বাংলাদেশে পৌঁছবেন নরেন্দ্র মোদী। এরপর তাঁর ঠাসা কর্মসূচি। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী তথা মুজিবের শতবর্ষ উদযাপনে এই প্রথম লকডাউনের পর কোনও বিদেশ সফরে যাচ্ছেন নমো। সেখানে মুজিবের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে যাবেন তিনি।

আরও পড়ুন: করোনার প্রকোপ, একুশের বইমেলায় লড়াইয়ে ‘মিসির আলিরা’