Suvendu Adhikari: অনুমতি দিল না পুলিশ, কর্মসূচি পিছল শুভেন্দুর, হাইকোর্টের দ্বারস্থ হবে গেরুয়া শিবির

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 02, 2025 | 3:32 PM

Suvendu Adhikari: মঙ্গলবার কাঁথিতে বড় মাপের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল বিজেপি। কাঁথির খড়্গপুর বাইপাস থেকে পদযাত্রার করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দুর। তা শেষ হওয়ার কথা ছিল বড় ডাকঘরের সামনে। সেখানে পথসভা করে শুভেন্দু বক্তৃতা  দেওয়ার কথা।

Suvendu Adhikari: অনুমতি দিল না পুলিশ, কর্মসূচি পিছল শুভেন্দুর, হাইকোর্টের দ্বারস্থ হবে গেরুয়া শিবির
শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)
Image Credit source: TV 9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: মালদহের মোথাবাড়ির হিংসার ঘটনার প্রতিবাদে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কর্মসূচিতে অনুমতি দিল না পুলিশ। ফলে পদযাত্রা এবং পথসভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা নেতৃত্ব। আগামী ৩ এপ্রিল কাঁথিতে বিকল্প পথে শুভেন্দুর পদযাত্রার জন্য প্রশাসনের কাছে প্রস্তাব পাঠিয়েছেন তাঁরা। সেক্ষেত্রেও যদি অনুমতি না মেলে, পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়ে রেখেছেন তাঁরা।

মঙ্গলবার কাঁথিতে বড় মাপের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল বিজেপি। কাঁথির খড়্গপুর বাইপাস থেকে পদযাত্রার করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দুর। তা শেষ হওয়ার কথা ছিল বড় ডাকঘরের সামনে। সেখানে পথসভা করে শুভেন্দু বক্তৃতা  দেওয়ার কথা।

জেলা বিজেপির তরফে এ ব্যাপারে কাঁথি থানায় লিখিতভাবে জানানো হয়েছিল। তবে, এ দিনের কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। সোমবার ইদ ছিল। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। তার ঠিক পরের দিন শুভেন্দুর কর্মসূচির জন্য পর্যাপ্ত পুলিশকর্মী পাওয়া সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল।

জেলা বিজেপির সূত্রে খবর , আগামী ৩ এপ্রিল মোথাবাড়ি ঘটনার প্রতিবাদে কাঁথিতে পদযাত্রা করবে। পদযাত্রা হবে মেচেদা বাইপাস | থেকে বড় ডাকঘর মোড় পর্যন্ত। সেখানেও পথসভা করবেন শুভেন্দু।

‘শুভেন্দুর কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূলের জেলা (কাঁথি) সভাপতি পীযুষ কান্তি পণ্ডা বলেন, “ওরা কর্মসূচি করলে আমরাও পাল্টা জমায়েত করে দেখিয়ে দেব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কত মানুষ আছেন।”

এ বিষয়ে বিজেপির জেলা (কাঁথি) সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল বলেন, “পর্যাপ্ত পুলিশ দেওয়া যাবে না বলে জানিয়েছে প্রশাসন। তাই মঙ্গলবারের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার হবে। ৩ এপ্রিল যদি কাঁথিতেও তাঁকে কর্মসূচির অনুমতি দেওয়া না-হয় তাই তিনি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।”