কাঁথি: কাঁথিতে কালীপুজো উপলক্ষে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে ভিখারি বলে কটাক্ষও শোনা গিয়েছে নন্দীগ্রামের বিধায়কের গলায়। তাঁর জেলার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরিকেও এ দিন আক্রমণ শানিয়েছেন তিনি। সেই সঙ্গে কৃষ্ণনগরে দমকল কর্মীর মৃত্যু নিয়ে সরব হয়েছেন শুভেন্দু।
কাঁথি দেশপ্রাণ ব্লকের ঢোলমারিতে শ্যামা পূজা উপলক্ষে রক্তদান শিবিরে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যে সরকারকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি বলেন, “রাজ্য সরকার আর্থিকভাবে দেউলিয়া! লজ্জা লাগে না অর্থমন্ত্রীর। বলছে ২০ লাখ টাকা দিয়েছে। পুজাতে ২৬০ কোটি টাকা! অনেকে বলেছে এরা পিএফআই থাকুক, চায় না! চাকরি কোথাও নেই! প্রায় ৪০ হাজারেপ বেতন বন্ধ হবে! এটা ভিখারির সরকার।”
নন্দীগ্রামের মন্দির চুরির ঘটনা জেহাদিদের কাজ বলেও দাবি শুভেন্দুর। তিনি বলেছেন, “সিসিটিভি লাগিয়ে দিয়ে দিয়েছিলাম বিরুলিয়ার মন্দিরে। দেখবেন সিসিটিভিতে দেখা যাচ্ছে। এটা জেহাদিদের কাজ! কিন্তু পুলিশ এদেরকে কিছু বলবে না!”
Heartfelt condolences to the bereaved family members of Late Tuhin Das. May his soul attain eternal peace.
Om Shanti ?@chief_west#DGP @WBPolice @mmalaviya1#Additional Chief Secretary
Sri Manoj Kumar Agarwal, IAS
Fire & Emergency Services Department— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 27, 2022
কৃষ্ণনগরে দমকল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। দমকম কর্মী তুহিন দাসের মৃত্যুর প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, “এরা সকলে দীপাবলির মস্তি করছে। দমকলের সাধারণ কর্মী মৃত্যু হচ্ছে।” অখিল গিরিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “হাফপ্যান্ট মন্ত্রী চাকরি দেবেন বলে নিজের প্যাড সই যুক্ত তালিকা এখন ঘুরে বেড়াচ্ছে।”
এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ফোনে বলেছেন, “ওর বাবা হাফপ্যান্ট মন্ত্রী ছিল। যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হয়, কারা ক্যাবিনেটের মতো হয়। ক্যাবিনেট কথাটি বসে না বলে তাঁদেরকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বলে। শুভেন্দু নিজেই হতাশাগ্রস্থ! শুভেন্দু অধিকারী তৃণমূলের ক্ষতি করতে পারবেন না! চ্যালেঞ্জ করে বলছি পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত একটা অঞ্চল দখল করতে পারবে না! আমাদের কোম্পানীর দল না সাধারণ মানুষের দল তা পঞ্চায়েতে বুঝতে পারবে।”