পূর্ব মেদিনীপুর: মুখে কালো কাপড় বেঁধে তৃণমূল কর্মী, সমর্থকদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। বুধবার রাতেও উত্তপ্ত নন্দীগ্রাম। এদিন নন্দীগ্রাম-১ অঞ্চলের ভুতার মোড় এলাকায় একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ভুতার মোড় এলাকায় অবরোধ করে তৃণমূলের লোকজন। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতীরা তৃণমূল সমর্থকদের বাড়িতে তাণ্ডব চালিয়েছে। বাঁশের বেড়া, টালির চাল ভেঙে দিয়েছে। পুলিসের কাছে নিরাপত্তার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।
বিজেপিতে যোগদানের পর গত মঙ্গলবারই প্রথম নন্দীগ্রামে যান শুভেন্দু অধিকারী। একটি মিছিলে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় ভুতার মোড়েই বিজেপি কর্মীদের তিনটি বাসে হামলা চালানোর অভিযোগ ওঠে। কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তীব্র নিন্দা করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “কেউ যদি আমাদের দুর্বল মনে করে সেটা ভুল। এর ফল ভুগতে হবে। এ ধরনের ‘জিহাদি আক্রমণ’ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” এই ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়।
আরও পড়ুন: ‘চাকরি পেয়েই ও কেমন বদলে গেল, বউয়ের ভালবাসা ফিরে পাওয়ার জন্য ধরনায় বসেছি’
এরইমধ্যে মঙ্গলবার রাতে নন্দীগ্রামের মহম্মদপুরে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বুধবার রাতেও ভুতার মোড় এলাকায় তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ পথ অবরোধও করেন তাঁরা।