তেহট্ট : টেট দুর্নীতি নিয়ে বিগত কয়েকদিন থেকেই চাপ বেড়েছে রাজ্য সরকারের উপর। এমতাবস্থায় এবার টেট দুর্নীতির প্রতিবাদে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে কালো পতাকা দেখাল বিজেপির ছাত্র সংগঠন ABVP। আন্দোলনকারীদের আটকও করে পুলিশ। শনিবার তেহট্টের মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসেন পলাশিপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। মহকুমা শাসকের দফতরে ঢোকার আগেই তার গাড়ি দেখে কালো পতাকা দেখাতে শুরু করে ABVP-র কর্মীরা। ঘটনাস্থলে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সকলকে আটক করেছে তেহট্ট থানার পুলিশ।
অন্যদিকে শনিবার ABVP-র পরে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে SFI ও DYF-র কর্মীরা। টেট দুর্নীতির প্রতিবাদে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এই বিক্ষোভ কর্মসূচি সামিল হন তারাও। এদিন মানিক ভট্টাচার্য প্রশাসনিক বৈঠকে যোগদান করতে এলে বৈঠক চলাকালীন হঠাৎই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র-যুবরা। তাদেরকেও আটক করে পুলিশ। এদিকে বাম-বিজেপির লাগাতার এই আন্দোলন নিয়ে বিস্তর চাপান-উতর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, প্রাইমারির শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগে বিগত কয়েকদিন ধরেই সরগরম বাংলার রাজ্য-রাজনীতি। অভিযোগ, ন্যূনতম ১০ লক্ষ টাকা, আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা ১৫ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত ‘ঘুষ’ নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এ অভিযোগ প্রসঙ্গে প্রয়োজনীয় তথ্য প্রমাণও জমা পড়েছে কলকাতা আদালতে। তারপরই ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নিয়েও এখনও গোটা রাজ্যজুড়েই চলছে জোরদার চর্চা।