Extra Marital Affair: দুই সন্তান থাকতেও বিধবাকে বিয়ে! স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে না পেরে স্ত্রী…

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 19, 2022 | 12:00 AM

Adultery: কাজ করতে গিয়ে স্বামী আলাপ করে বসেন এক বিধবা মহিলার সঙ্গে। দিন সেই বিধবা মহিলার সঙ্গে বন্ধুত্বে ঘনিষ্ঠতা বাড়ে ওই দিনমজুরের।

Extra Marital Affair: দুই সন্তান থাকতেও বিধবাকে বিয়ে! স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে না পেরে স্ত্রী...
প্রতীকী ছবি

Follow Us

ভাঙড়: ৯ বছর আগে বিয়ে হয়েছিল। ২টি সন্তানও রয়েছে। স্বামী করেন দিনমজুরের কাজ। সব ভালই চলছিল। হঠাৎই ওলটপালট হয়ে যায় স্বামীর উড়ুউড়ু মনের জন্য। কাজ করতে গিয়ে স্বামী আলাপ করে বসেন এক বিধবা মহিলার সঙ্গে। দিন সেই বিধবা মহিলার সঙ্গে বন্ধুত্বে ঘনিষ্ঠতা বাড়ে ওই দিনমজুরের। তার পরই বিধবা মহিলাকে বিয়ে করে নেন স্বামী। এই ঘটনায় হৃদয় ছারখার হয়েছিল স্ত্রীর। তবুও সন্তানদের মুখের দিকে চেয়ে শ্বশুরবাড়িতেই থাকছিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে অশান্তি লেগেই ছিল। সম্প্রতি স্বামী বাড়ি আসাও বন্ধ করে দেন। নতুন স্ত্রীকেই জীবনের ধ্রুবতারা বানিয়ে ফেলেন। শনিবার ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া হয়। এর পরই শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কাশীপুর থানার বানিয়াড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, বাড়িয়াড়ার বাসিন্দা শ্রীমন্ত মণ্ডলের সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয় শাসন থানার ঘোষালপুর এলাকার বাসিন্দা অনাথ বাগের মেয়ে রুমা মণ্ডলের। ওই দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, শ্রীমন্ত নিউটাউন এলাকার দিনমজুরের কাজ করে। অভিযোগ, প্রায় তিন বছর আগে নিউটাউন এলাকায় এক বিধবা মহিলার সঙ্গে শ্রীমন্তের মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও বিধবা মহিলাকে বিয়ে করেন ওই দিনমজুর। করেন। স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি রুমা। এ নিয়ে শ্রীমন্তের সঙ্গে তাঁর গণ্ডগোল শুরু হয়। স্বামীর পরকীয়ার জেরে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন রুমা। শনিবার সকালে শ্রীমন্তের সঙ্গে রুমার ফোনে ঝগড়া হয়। তার পরই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন রুমা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে জিরানগাছা ব্লক হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। এর পর রুমার বাবা পুলিশে লিখিতে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।

Next Article