TMC vs ISF: ফের জ্বলল ভাঙড়, তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ISF এর বিরুদ্ধে

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

May 25, 2024 | 2:28 PM

TMC vs ISF: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গভীর রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়েতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ও এক তৃণমূল সামর্থকের মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের দাবি, নেপথ্যে হাত রয়েছে আইএসএফের।

TMC vs ISF: ফের জ্বলল ভাঙড়, তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ISF এর বিরুদ্ধে
ঘটনাস্থলে শওকত মোল্লা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ভাঙড়: ভোটের আবহে ফের উত্তপ্ত ভাঙড়। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। শনিবার ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সুর চড়ান বিরোধীদের বিরুদ্ধে। চোর বলেও কটাক্ষ করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গভীর রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়েতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ও এক তৃণমূল সামর্থকের মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের দাবি, আইএসএফের দুষ্কৃতিরা এই কাজ করেছে। পার্টি অফিসে থাকা তৃণমূলের দলীয় পতাকা, ডেমো ব্যালট, স্লিপ এমনকি টেলিভিশন সহ অনান্য সামগ্রিক পুরে ভস্মীভূত হয়ে যায়। 

তৃণমূল সমর্থকের মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। খবর পাওয়ার পর এদিন ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, নেপথ্যে রয়েছে আইএসএফের হাত। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে নওশাদ শিবির। ঘটনার জোরকদমে তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। 

এদিকে ভোটের আবহেই বিগত কয়েকদিনে শওকত মোল্লার হাত ধরে বহু আইএসএফ সমর্থক তৃণমূলে যোগদান করেন। যা নিয়ে চর্চা চলছিলই ভাঙড়ের রাজনীতির আঙিনায়। এবার আগুন লাগার ঘটনায় নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।  

Next Article