TMC: টার্গেট মহিলারা! বাংলার গ্রামে-গ্রামে ফাঁদ পাতছে ‘কু-চক্রী’ সেলসম্যান, সতর্ক করল তৃণমূল
TMC on Voter Information: সামনেই নির্বাচন। তার আগে এমন কাণ্ড উদ্বেগজনক বলেই মনে করছে তৃণমূল। সেই কারণে তড়িঘড়ি দলীয় নেতা-বিধায়ক-সাংসদদের সর্তক করে জারি হয়েছে এই নির্দেশিকা।

কলকাতা: ভোটারদের তথ্য হাতাচ্ছে সেলসম্যান। এমনটাই অভিযোগ তৃণমূলের। দিন দুয়েক আগে সাংসদ-বিধায়কদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে তৃণমূল তরফে। সেখানে বলা হয়েছে, ভোটারদের মনোভাব বুঝতে বাংলায় ঘুরে বেড়াচ্ছে কিছু অনামী এজেন্সি। এমনকি, নানা ভাবে ফাঁদে ফেলে ভোটারদের কাছ থেকে তথ্য হাতিয়ে নিচ্ছে তারা।
সামনেই নির্বাচন। তার আগে এমন কাণ্ড উদ্বেগজনক বলেই মনে করছে তৃণমূল। সেই কারণে তড়িঘড়ি দলীয় নেতা-বিধায়ক-সাংসদদের সর্তক করে জারি হয়েছে এই নির্দেশিকা। তবে শুধুই যে দুয়ারে দুয়ারে ঘুরে ভোটার তথ্য হাতাচ্ছে এই সেলসম্যানরা এমনটা নয়। তৃণমূলের অভিযোগ, বুথ স্তরের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতেও ঢুকে পড়েছে তারা। সেখান থেকেও শুষে নিচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
কিন্তু শুধু শুধু অচেনা-অজানা ব্যক্তিদের কাছে কেউ নিজের ভোটার তথ্য তুলে দেবেই বা কেন? ঘাসফুল শিবির মনে করছে, ভোটার তথ্য হাতানোর জন্য গ্রামের মহিলাদেরই টার্গেট করছে এই সেলসম্যানগুলি। এমনকি, তারা যাতে নির্দ্বিধায় তাদের কুচক্রে পা দিয়ে ফেলে সেই জন্য হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়োর মতো নানা পণ্য বিনামূল্যে দিয়ে দিচ্ছে তারা।
উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গে সফরে গিয়ে একটি জনসভাতে এই ভোটার তথ্য লুট-চক্রের কথা সর্বপ্রথম ফাঁস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দলের তরফ থেকে বিধায়ক-সাংসদদের জন্য জারি হল নির্দেশিকা। বাড়তি নজর দিতে বলা হল, বুথ স্তরে।

