বাংলাদেশীদের নামে ভুয়ো জব কার্ড! টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার তৃণমূল উপপ্রধান

সুমন মহাপাত্র |

Jan 06, 2021 | 9:16 PM

এই ঘটনায় ২০১৯ সালে নবগ্রাম ব্লকের বিডিও ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিল নবগ্রাম ব্লক কংগ্রেস।

বাংলাদেশীদের নামে ভুয়ো জব কার্ড! টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার তৃণমূল উপপ্রধান
কংগ্রেসের অভিযোগপত্র

Follow Us

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন নবগ্রাম ব্লকের গুড়া পাশলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সামসুল আরফিন ও অস্থায়ী কর্মী সাফিকুল ইসলাম।

অভিযোগ, মহাত্মা গান্ধী কর্ম নিশ্চয়তা প্রকল্পের টাকা বাংলাদেশীদের নামে ও বেশ কিছু তৃণমূল সমর্থকের নাম বিকৃত করে ভুয়ো জব কার্ড বানিয়ে হস্তগত করেছেন উপপ্রধান ও অস্থায়ী পঞ্চায়েত কর্মী। এই ঘটনায় ২০১৯ সালে নবগ্রাম ব্লকের বিডিও ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিল নবগ্রাম ব্লক কংগ্রেস।

২০১৯ সালের ডিসেম্বর মাসে অভিযুক্তদের নামে নবগ্রাম থানায় এফআইআর দায়ের হয়। এরপর হাই কোর্টে জামিনের আবেদন করলেও মার্চ মাসে জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি। তারপর গ্রেফতার হয়েছেন উপ প্রধান ও অস্থায়ী পঞ্চায়েত কর্মী।

আরও পড়ুন: লোক দেখানো দু’দিনের নয়, দু’সপ্তাহের অধিবেশনের দাবি সুজন-মান্নানের

কংগ্রেসের অভিযোগ অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী প্রায় ১৩ জনের নামে টাকা আত্মসাৎ করেছেন এই দু’জন। এছাড়া তৃণমূল সমর্থকদের নাম বিকৃত করে ভুয়ো জব কার্ড বানিয়েও লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে।

Next Article