School News: ধর্মঘটের প্রভাবে বন্ধ ছিল স্কুল, গেটে তালা মারার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 12, 2023 | 12:31 AM

স্কুল চলাকালীনই তাঁরা গেটে তালা মেরে স্কুল বন্ধ করে দেন বলে অভিযোগ।

School News: ধর্মঘটের প্রভাবে বন্ধ ছিল স্কুল, গেটে তালা মারার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে
স্কুলে তালা লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

Follow Us

কান্দি: ডিএ-র দাবিতে স্কুলের শিক্ষক সহ শিক্ষাকর্মীরাও ধর্মঘটে সামিল হয়েছিলেন এবং তার ফলে শুক্রবার বন্ধ ছিল স্কুল। সেই ঘটনার জেরে শনিবার তালা দিয়ে স্কুল বন্ধ করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত আমলাই ভালুইপাড়া হাইস্কুলে। নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, স্বচ্ছতার সঙ্গে শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ, বিভাজনের রাজনীতি বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ একাধিক দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্য সরকারের কর্মচারী সংগঠন সহ যৌথ মঞ্চ কমিটি। সেই ধর্মঘটের প্রভাব পড়েছিল জেলায়-জেলায়। কান্দি মহকুমার বিভিন্ন জায়গায় স্কুল থেকে শুরু করে একাধিক সরকারি দফতরে কর্মবিরতি পালন করলেন ধর্মঘট সমর্থনকারী কর্মচারী সংগঠনের সদস্যরা। শিক্ষক ও শিক্ষাকর্মীদের ধর্মঘট পালনের জেরে বন্ধ ছিল ভরতপুর সহ বিভিন্ন স্কুলও। তার প্রভাব পড়ল শনিবার।

অভিযোগ, কেন ধর্মঘট করেছিল, কেন বন্ধ হয়েছিল স্কুল তার জবাব নিতে এদিন তৃণমূল নেতারা আমলাই ভালুইপাড়া হাইস্কুলে যান। যার ফলে স্কুল চলাকালীন উত্তেজনা ছড়ায়। তারপর স্কুল চলাকালীনই তাঁরা গেটে তালা মেরে স্কুল বন্ধ করে দেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা মধুসূদন নন্দীকে জিজ্ঞাসা করা হলে তাঁর বক্তব্য, “গতকাল শুক্রবার সরকারি কোনও ছুটি ছিল না। অথচ স্কুল কেন বন্ধ থাকবে?” তবে ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি স্কুলের প্রধান শিক্ষক।

তাহলে কী তৃণমূল সরকার থাকলে ধর্মঘট করা যাবে না? এমন প্রশ্ন উঠেছে। তৃণমূল নেতাদের এই আচরণে নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে।

Next Article